সকল পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ বাংলাদেশের সকল পৌরসভার নিয়োগ সার্কুলার এখানে দেয়া হল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন পৌরসভা শাখার স্মারক নং ও ছাড়পত্র মোতাবেক বাংলাদেশের সকল পৌরসভার নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরির প্রতিষ্ঠান | পৌরসভা কার্যালয় |
মোট সার্কুলার | ১টি |
পদের সংখ্যা | ০৭ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৫ অক্টোবর, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
দেখে নিনঃ চলমান সকল চাকরির বিজ্ঞপ্তির তালিকা
পৌরসভা কার্যালয় নিয়োগ ২০২৩
পৌরসভা-এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিচে বর্ণিত পদ গুলোর অবসরজনিত কারণে শূন্য থাকায় কর্মচারী চাকুরীর বিধিমালা অনুযায়ী নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদনপত্র প্রেরণ করার ঠিকানাঃ উল্লেখিত পৌরসভার মেয়র বরাবর
আরো দেখতে পারেন-
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৪
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- পুুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পৌরসভা কার্যালয়ে আবেদনের শর্তাবলী
দরখাস্তে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, বয়স (১১/০৪/২০২৩ ইং তারিখে প্রার্থীর বয়স), জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে। দরখান্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি সত্যায়িত । জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের মেয়র/চেয়ারম্যানের নিকট হতে জাতীয়তা/নাগরিকত সনদপত্রের সত্যায়িত ফটোকপি। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
আবেদনপত্রের সাথে ১-৫ নং পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা, ৬-৭ নং পদের জন্য ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট /পে-অর্ডার (অফেরৎযোগ্য) বাংলাদেশের যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে সংগ্রহ করে, মেয়র, আড়াইহাজার পৌরসভা এর অনুকূলে দাখিল করতে হবে।
অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি। আবেদনকারীর বয়ন ১১/০৪/২০২৩ ইং তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সে ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সনদের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে।
চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে। সরকারি বিধি মোতাবেক কোটা সংরক্ষিত হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্র দাখিল করতে হবে।
বর্তমান ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্থার্থে নিজ নাম, পিতার নাম-ঠিকানা উল্লেখপূর্বক ১০/-(দশ) টাকা মূল্যমানের ডাকটিকিট সম্বলিত ফেরত খাম যুক্ত করতে হবে।
দরখাস্ত আগামী ২৩/০৮/২০২৩ ইং তারিখের মধ্যে মেয়র, আড়াইহাজার পৌরসভা, নারায়ণগঞ্জ বরাবরে ডাকযোগে অফিস চলাকালীন সময় অবশ্যই পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
ক্রটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র বিবেচনার যোগ্য হবে না। একই প্রার্থীর একাধিক পদে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়। কোনরূপ সুপারিশ ও তদবীর প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে “কর্মচারী নিয়োগ ও বাছাই কমিটি”-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এই নিয়োগ ও চাকুরী পৌরসভা চাকরি বিধিমালা ১৯৯২ দ্বারা নিয়ন্ত্রিত হবে।
Tnx a lot
Welcome sir
ame aplay korta chay
জি অবশ্যই, করে ফেলুন
রাউজান পৌরসভাই দেখলাম সার্ভায়ার নিবে আমি জেনারেলে পরালেখা করি কিন্তুু সার্ভায়ার মেশিন এ কাজ করি রানিং আমি কি আবেদন করতে পারবো
Chandpur kothay ki khali ace?
মতলব এ
ভাইয়া এইটা কি সকল পৌরসভার
চট্রগ্রাম এ ড্রাইভিং চাকরি হবে সার
কুয়াকাটা পৌরসভার কোনো আসন খালি আছ?
না স্যার, এই মুহুর্তে এই দুইটাই চলমান
Thakurgoan jelar jara tara ki apply korte parbe
সকল জেলা থেকে আবেদন করা যাবে স্যার
মুন্সিগঞ্জ জেলা থেকে আবেদন করা যাবে
উল্লেখ করা না থাকলে যাবে
আমি করতে চাই বাট জবটা পাব কি
পরীক্ষা দেন হতে পারে
কুষ্টিয়াতে কি হবে?
কুষ্টিয়াতে আপাতত নেই, তবে চলমান বিজ্ঞপ্তিতে সকল জেলা থেকে আবেদন করা যাবে
পঞ্চগড় জেলায় নিয়োগ কবে দিবে?
বলা যাচ্ছে না, বিজ্ঞপ্তি প্রকাশ হলে পাবেন
ভোলা জেলার, (জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস ও পৌরসভা কার্যালয়ে) নিয়োগ বিঞপ্তি কখন দিবে??
কবে দিবে বলা যাচ্ছে না, অপেক্ষা করুন
চাটখিল পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তি দিবে না
দিলে এখানে আপডেট করা হবে স্যার
পৌরসভার কর্মচারীদের বেতন সিস্টেম কি?
সরকারি কোষাগার থেকে দেয়া হয় না?
গতকালকে দিছে আপনি দেখেননি.???
।
চলমান দুটি পদ কি কি?
এবং মোহনগঞ্জ পৌরসভায় কি আনেদন করা যাবে?
না স্যার, দুইটা জেলায় চলমান আছে
বরগুনাতে কী খালি আছ??
না স্যার, খালি হলে বিজ্ঞপ্তি প্রকাশ হবে
ভাইয়া আর কোন পৌরসভার নিয়োগবিজ্ঞপ্তি আসতে কি দেরি হবে?
আসলে কখন আসবে বলা যায় না, খোঁজ রাইখেন
আসসালামু আলাইকুম ভাই…
আচ্ছা আমি কি গাজীপুর জেলা থেকে আবেদন করতে পারবো?
জি স্যার পারবেন
পৌরসভাতে ইইই ডিপাটমেন্ট এর কি কোন জব আছে
আপাতত নেই স্যার
না স্যার এই মুহুর্তে নেই
Ami Dinajpur jela theke apply krte chai
জি করেন
গাইবান্ধা জেলার সুন্দরগন্জ পৌরসভার নিয়োগ ছাড়ছে কি??/
না স্যার, ছাড়লে এখানে পাবেন
Chuadanga te ki abedon kora jabe…. Alamdanga upozela
চট্টগ্রাম সীতাকুণ্ড তে কি করা যাবে?
বেলকুচি পৌরসভা নিয়োগ কবে হবে?
পৌরসভার কর্মচারীদের বেতন নাকি সরকার দেন না? পৌরসভার নিজস্ব কর আদায় থেকে বেতন দেয়া হয়?
ময়মনসিংহের, ফুলপুর পৌরসভায় কোন নিয়োগ আছে কি?
চান্দিনা থেকে কি করা যাবে
ভাই আমি মৌলভীবাজার, শ্রীমঙ্গল থেকে বলতেছি।আমি করতে চাইছিলাম কিন্তু পয়েন্ট কত হলে হবে বলবেন একটু।
২০২২ নিয়োগ আছে কি
সুনামগনজ পৌরসভার চাকরির ইনটারভিউর রেজালট কবে দিবে জানেননি সার?
কলাপাড়া পৌরসভা পদে নিয়োগ দেয়া হবে
বেলকুচি পৌরসভার সার্কুলার কবে হবে?
ময়মনসিংহ পৌরসভার সার্কুলার কবে হবে?
মুক্তাগাছা উপজেলার কোন খালি পদ আছে
আপাতত নেই স্যার