📁 পদ ক্যাটাগরি: ৫ টি
👥 পদের সংখ্যা: ২৮ জন
⏰ আবেদনের সময় বাকি: ১০ দিন
📅 আবেদনের শেষ সময়: ০৮ জানুয়ারি ২০২৬
২৮টি পদে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত পদগুলো পূরণের নিমিত্ত বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | https://kiu.ac.bd |
| পদের সংখ্যা | ২৮ জন |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতকোত্তর |
| আবেদনের সময়সীমা | ১/৮ জানুয়ারি, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে/কুরিয়ার |
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৬
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার তথ্য ও নির্দেশনাবলী আবেদনকারীকে jobs.kiu.ac.bd ওয়েবসাইটে গিয়ে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য jobs.kiu.ac.bd/ qualifications – announcements? type= eligibility লিঙ্কে গিয়ে পাওয়া যাবে। এছাড়াও আবেদন করার নির্দেশিকা jobs.kiu.ac.bd/ uploads/user_guideline.pdf লিঙ্কে
পাওয়া যাবে।
প্রয়োজনীয় সকল কাগজপত্রের Scanned কপি ও আবেদন ফি প্রদান করে ১২.১২.২৫ খ্রি. তারিখ থেকে ০১/০৮.০১.২০২৬ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

