এইচএসসি ২০২০ ফলাফল (মার্কশীট সহ)

এইচএসসি ২০২০ ফলাফলঃ এইচএসসি ফলাফল ২০২০ ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে জানুয়ারির ৩০ তারিখ প্রকাশের ঘোষণা দেয়া হয়। প্রকাশের সাথে সাথে সকল বোর্ডের ফলাফল এখানে দেখতে পারবেন।

এইচএসসি ২০২০ ফলাফল

করোনা ভাইরাস মহামারির জন্য ২০২০ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে নি। তাই এবারের রেজাল্ট দেয়া হবে এসএসসি ও জেএসসি ফলাফলের মাধ্যমে। অর্থাৎ, সকলেই পাস করবে। বিস্তারিত নিচে দেখে নিন।

এইচএসসি ২০২০ ফলাফল এর তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২১

এইচএসসি ২০২০ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা

  • ছেলে পরীক্ষার্থী: ৬,৬৭,৪৮১ জন
  • মেয়ে পরীক্ষার্থী: ৬,৪৩,০০৭ জন
  • সর্বমোট: ১৩,১১,৪৫৭ জন
  • মোট শিক্ষা প্রতিষ্ঠান: ২,৫৪১ টি
  • মোট শিক্ষা বোর্ড: ১০ টি

এইচএসসি ২০২০ এ গ্রেডিং পদ্বতি

নম্বরগ্রেডগ্রেড পয়েন্ট
৮০-১০০এ+
৭০-৭৯
৬০-৬৯এ-৩.৫
৫০-৫৯বি
৪০-৪৯সি
৩৩-৩৯ডি
০-৩২ফেল

রেজাল্ট যেভাবে দেখবেন এইচএসসি ২০২০ ফলাফল

ফলাফল দেখার জন্য প্রথমে আপনার পরীক্ষার নাম এইচএসসি/আলিম দিবেন (মাদ্রাসায় পড়লে আলিম দিবেন)। তারপর আপনার বছর ২০২০ দিবেন, বছরের পর আপনার শিক্ষা বোর্ড দিতে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একটা ছোট যোগ/বিয়োগ করতে হবে। এটা একেক সময় একেক রকম আসবে যেমন- এখন দেখতে পাচ্ছেন ৭+১=৮ দেয়া আছে।

এইচএসসি ২০২০ ফলাফল
ভালো ভাবে দেখুন

নিচের এই লিংক এ প্রবেশ করুন উপরের ছবির মত করে আপনার তথ্য দিন, তথ্য সঠিক থাকলে আপনার পূর্ণ ফলাফল দেখতে পারবেন।অনেক সময় সার্ভার জনিত সমস্যার কারণে না আসলে বার বার চেষ্টা করুন।

আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে, তাহলে এখানে নিচে দেখুন

আমাদের অনেকেই আছি যারা রেজিস্ট্রেশন নম্বর মনে রাখতে পারি না, আপনিও যদি সেরকম হয়ে থাকেন তাহলে নিচের ঠিকানায় দেখতে পারেন। ছবিতে উদাহরণ দেয়া আছে, ঠিক এইভাবে তথ্য পূরণ করে রেসাল্ট দেখুন।

এইচএসসি ২০২০ ফলাফল

এই লিঙ্কে প্রবেশ করুন উপরের ছবির মত আপনার তথ্য দিন। এই ঠিকানায় রেজিস্ট্রেশন নম্বর দেয়ার প্রয়োজন হয় না, তাই আরো সহজে আপনার ফলাফল মার্কশীট সহ পাবেন।

এসএমএস (SMS) এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

HSC/Alim <স্পেস> আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> আপনার রোল <স্পেস> ২০২০ 
এবং সেন্ড করবেন ১৬২২২ নাম্বারে
  • সাধারণ উদাহরণঃ HSC DHA 147486 2020
  • মাদ্রাসা উদাহরণঃ ALIM DHA 147486 2020
  • কারিগরি উদাহরণঃ HSC TEC DHA 147486 2020

এইচএসসি ২০২১ এর নতুন সংক্ষিপ্ত সিলেবাস

  • ঢাকা বোর্ড ২০২০
  • ময়মনসিংহ বোর্ড ২০২০
  • চট্টগ্রাম বোর্ড ২০২০
  • রাজশাহী বোর্ড ২০২০
  • কুমিল্লা বোর্ড ২০২০
  • সিলেট বোর্ড ২০২০
  • খুলনা বোর্ড ২০২০
  • বরিশাল বোর্ড ২০২০
  • যশোর বোর্ড ২০২০
  • দিনাজপুর বোর্ড ২০২০
  • এইচএসসি রেজাল্ট কারিগরি শিক্ষা বোর্ড ২০২০
  • এইচএসসি রেজাল্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২০ সকল বোর্ডের রেজাল্ট এখানে পাবেন

কোন সমস্যা বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা উত্তর/সমাধান দেয়ার চেষ্টা করব।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ এ যুক্ত হতে পারেন

Leave a Comment