সরকারী আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 🔥হট জব

📁 পদ ক্যাটাগরি: ১১ টি

👥 পদের সংখ্যা: ৮১ জন

আবেদনের সময় বাকি: ২৯ দিন

📅 আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫

৮১টি পদে সরকারী আবাসন পরিদপ্তর নিয়োগ ২০২৫ প্রকাশ করেছে। সরকারী আবাসন পরিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর রাজস্ব খাতভূক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানসরকারী আবাসন পরিদপ্তর (DOGA)
ওয়েবসাইটhttps://doga.gov.bd
পদের সংখ্যা৮১ জন
বয়স১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা৮ম-স্নাতক
আবেদনের শেষ তারিখ৩১ ডিসেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে

সরকারী আবাসন পরিদপ্তর নিয়োগ ২০২৫

আবেদনের সময়সীমা নিম্নরূপ-
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩-১২-২০২৫, সকাল ১০.০০ মি:, Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১-১২-২০২৫, রাত ১১.৫৯ মিঃ।

আবেদন ফিঃ ১-৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ১২.০০ টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা ৬-১১ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ০৬.০০ টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা জমা দিবে। তবে অনগ্রসর নাগরিকের (সকল প্রেডের পরীক্ষার্থী) ক্ষেত্রে ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬.০০ টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২/-(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

আবেদনের অনলাইন ঠিকানাঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http:/doga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করবেন।

সরকারী আবাসন পরিদপ্তর নিয়োগ ২০২৫
সরকারী আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সরকারী আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment