সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ নতুন সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। ২টি পদে ৬ জন নিয়োগ দেয়া হবে। নিম্নে বর্ণিত ঠিকানায় যথাসময়ে আবেদন করে ফেলুন। বিস্তারিত নিচে দেয়া অফিসিয়াল সার্কুলার দেখে নিন।
সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ পুলিশ, সিআইডির নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিন। এক নজরে সংক্ষিপ্ত বিবরণ দেখে নিন।
চাকরির ধরণ | সরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
চাকরিদাতা সংস্থা | বাংলাদেশ পুলিশ (সিআইডি) |
পদের সংখ্যা | ০৬ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি/স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২১ জানুয়ারি, ২০২৪ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি 2024
পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/উচ্চ মাধ্যমিক পাশ
বেতন-টাকাঃ ৯৩০০-২২৪৯০
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৪টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/মাধ্যমিক পাশ
বেতন-টাকাঃ ৮২৫০-২০০১০
- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
- আবেদনের সময়সীমাঃ ২১-০১-২০২৪
- আবেদনের ঠিকানাঃ cid.telealk.com.bd



আরো দেখুন-
- রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদ- ১৬৬৫টিHot
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫০টি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫৫টি
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৪২৪টিHot
আবেদনের শর্তাবলী
বর্ণিত পদে নিয়োগের জনা আগ্রহী প্রার্থীর আবেদন ২১/০১/২০২৪ অফিস চলাকালীন সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি, সিআইডি হেডকোয়ার্টার, মালিবাগ, ঢাকা-১২১৭ বরাবর পৌছাতে হবে।
সরকারী ও আধা সরকারী সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধামে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা অনুসরণ করা হবে এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রাথীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি কমান্ড্যান্ট (এস,পি) এর অফিসিয়াল ফেসবুক পেইজ আরআরএফ, চট্টগ্রাম, বাংলাদেশ পুলিশ হইতে এবং অফিস সকল সরকারী কার্য দিবসে অফিস চলাকালীন সময় অফিস হতে সংগ্রহ করা যাবে।
নির্ধারিত আবেদন ফরমটি কম্পিউটার কম্পোজ বা স্ব-হস্তে পূরণ করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে ।
আবেদন ফরমের সাথে কাগজপত্রাদি সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- ক) মেয়র সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র ।
- খ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ।
- গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি।
প্রার্থীকে ট্রেজারি চালানের মাধ্যমে ৫০/- টাকা জমা দিয়ে চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নির্ভুল ঠিকানায় সাক্ষাৎকারপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ও ঠিকানা লিখিত ১০/- (দশ) টাকার ডাক টিকিট লাগানো ১০.৫ * ৪.৫ সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে।
খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পাশে আবেদনকারীর নাম পূর্ণ নাম, ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করতে হবে ।
প্রার্থীর বয়স তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য । বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ভুল তথ্য সম্বলিত ও বিলম্বে প্রাপ্ত দরখাস্তসমূহ বাতিল বলে গণ্য হবে।
সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবীসহ সীল থাকতে হবে। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারী নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ দেয়া হবে না। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ দায়ী হবেন না। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিভাবে অফিসিয়াল আবেদন করতে হবে?
অতিরিক্ত আইজিপি, সিআইডি হেডকোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা-১২১৭ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে
Previous year ar kono question ache?
আমার কাছে নেই, আপনি প্রফেসর জব সলুশনে দেখতে পারেন
ভাই আমি পুলিশে এপলাই করছি। কিন্তু এখন ও এস এম এস আসে নাই
আসবে স্যার
Kibabe patabo baiya
ভাইয়া আমি সিআইডিতে এপ্লাই করছি কিন্তু আমার এডমিট আসেনাই, কিন্তু আমার ফ্রেন্ড আমার সাথেই এপ্লাইকরছে ওর টা চলে আসছে ??
sms সবারটা একসাথে আসে না, অপেক্ষা করুন আসবে
ধন্যবা, আচ্ছা যদি না আসে তাহলে কি জানতে পারিকোনো ভাবে
টেলিটক এর সাইটে ID Password দিয়ে চেক করবেন, এডমিট রেডি কিনা
কেমনে এপলাই করতে হয় আমাই একটু বলবেন কি
Intersting job
বিঙ্গপ্তি নাম্বার কোনটা ইউস করবো
উপরের বামপাশের স্নারক নং-ই হল বিজ্ঞপ্তি নম্বর
ভাইয়া আমি সিআইডিতে এপ্লাই করছি কিন্তু আমার এডমিট আসেনাই, কিন্তু আমার ফ্রেন্ড আমার সাথেই এপ্লাইকরছে ওর টা চলে আসছে
আমি কি কোনোভাবে জানতে পারি কেন আসছেনা
আপনার মোবাইল নাম্বার হইতো ভুল দিছেন
ভাইয়া আমি সিআইডিতে এপ্লাই করছি কিন্তু আমার এডমিট আসেনাই, কিন্তু আমার ফ্রেন্ড আমার সাথেই এপ্লাইকরছে ওর টা চলে আসছে ??
এসএমএস না আসলেও আপনার ID ও Password দিয়ে লগিন করে এডমিট নামাতে পারবেন।
স্যার চট্টগ্রাম এর পরীঃ কী চট্টগ্রামে হবে?
ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি, তবে অনেক বেশি আবেদন করলে জেলা ভিত্তিক হতে পারে
ভাই আবার নিয়োগ দিলে আমাকে একটু জানাবেন 01777439597
আবেদন ফরম কোথায় পাবো লিংকা টা প্রয়োজন ভাইয়া
সকল আবেদন ফর্ম এখানে পাবেন- চাকরির ফর্ম
আস্সালামুআলাইকুম, সিআইডি ইন্টার্ভিউ কার্ড কতো তারিখে দিবে
আমি কি কোনোভাবে জানতে পারি কেন আসছেনা
অনেক সময় সার্ভারে সমস্যা হয়
Ami CID te job korte cha
Amar buk vora asa
Mobile. 01773020950
ভালোমত প্রিপারেশন নেন, হবে
Sir,
Ami CID hote chai
Ami ki CID hote parbo
01773020950
অবশ্যই পারবেন, প্রস্তুতি নেন চাকরি হয়ে যাবে
আমি চাকরি করতে চাই চাকরি খুব প্রয়োজন
Amio korte cai but kemne amr basa kurigrm
ভাইয়া অনলাইনে কিভাবে আবেদন করতে হবে
আর কি কি লাগবে।প্লিজ একটু বলে দেন।
উচ্চতা কত লাগবে?
ভাইয়া আবেদনের ফ্রেম কোথায় পাবো
CID এর সাইটে পাবেন বা দোকানেও পাবেন
মেয়েরা আবেদন করতে পারবে কি?
সিআইডি তে?
বিবাহিত মেয়েরা কি আবেদন করতে পারবে?
ভোটার ঢাকা কিন্তু স্থায়ী ঠিকানা গ্রামে বর্তমানে ঢাকা থাকি আমি কি আবেদন করতে পারব
করতে পারবেন
ভাইয়া এই সার্কুলারে কি এখন আবেদন করা যাবে
Job circular 2022 ki eta vhaia apply Korte parbo ki na coz from 2021 kindly ektu bolen
I wanted to Join CID .
অফিস সহায়ক
কিভাবে কি করতে হবে জানালে ভালো হয়