বিরল পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৫ টি

👥 পদের সংখ্যা: ৫ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৫

৫টি পদে বিরল পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখার স্মারক নম্বর, তারিখ: ১৫/০৭/২০২৫ খ্রি: এর ছাড়পত্র মোতাবেক বিরল পৌরসভা, দিনাজপুর-এর বিভিন্ন শাখায় নিম্নোক্ত শূন্য পদসমূহে কর্মচারী নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
আবেদনযোগ্য জেলাসকল জেলা
নিয়োগদাতা প্রতিষ্ঠানবিরল পৌরসভা কার্যালয়, দিনাজপুর
ওয়েবসাইটhttps://birol.dinajpur.gov.bd
পদসংখ্যা৫ জন
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক
আবেদনের শেষ তারিখ১৪ আগস্ট, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগে

বিরল পৌরসভা কার্যালয় নিয়োগ ২০২৫

আবেদনে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, যোগাযোগের ঠিকানা, জন্মতারিখ, ১৪/০৮/২০২৫ খ্রি. তারিখে বয়স, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখপূর্বক আবেদনপত্র প্রশাসক, বিরল পৌরসভা, দিনাজপুরের অনুকূলে আগামী ১৪/০৮/২০২৫ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে/বিরল পৌরসভা কার্যালয়ে রক্ষিত বাক্সে পৌছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

e0a6ace0a6bfe0a6b0e0a6b2 e0a6aae0a78ce0a6b0e0a6b8e0a6ade0a6be e0a695e0a6bee0a6b0e0a78de0a6afe0a6bee0a6b2e0a6afe0a6bc e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a6ace0a6bfe0a69ce0a78de0a69ee0

বিরল পৌরসভা কার্যালয়ে আবেদনের শর্তাবলী

আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি ও নিম্নবর্ণিত কাগজপত্র সমূহের সত্যায়িত (নাম ও পদবি উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত) ফটোকপি সংযুক্ত করতে হবে।

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি।
  • সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা-এর মেয়র/প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
  • প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

প্রশাসক, বিরল পৌরসভা, বিরল, দিনাজপুর বরাবর ক্রমিক ০১ এর জন্য ৫০০/- (পাঁচশত) টাকা এবং ০২ হতে ০৫ পর্যন্ত পদের জন্য ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।

মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান প্রমাণস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত/মুক্তিযুদ্ধাবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং আবেদনে উল্লেখ করতে হবে।

Leave a Comment