সম্প্রতি ২৩০টি পদে আর্স বাংলাদেশ এনজিও নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ০২৮১৪-০৩২১১-০০৪০৫ নং সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা “আর্স বাংলাদেশ” কর্তৃক পরিচালিত “দরিদ্র অর্থায়ন কর্মসূচীতে” নিম্নবর্নিত যোগ্যতা সম্পন্ন ও প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। খুলনা বিভাগের জেলাগুলোতে নিম্নোক্ত পদ সমূহে লোক নিয়োগ দেওয়া হবে।
চাকরি | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | আর্স বাংলাদেশ এনজিও |
ওয়েবসাইট | http://www.arsbd.org |
শূণ্যপদ | ২৩০ জন |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর |
বয়সসীমা | ১৮-৪০ বছর |
আবেদনের শেষ তারিখ | ৩১ আগস্ট, ২০২৪ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আরো পড়ুন- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২৪
শূণ্যপদঃ শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক, ক্রেডিট অফিসার
পদের সংখ্যাঃ২৩০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি, স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
মাসিক বেতনঃ ২১৪৪২-৩১৫৮৩ টাকা
আবেদনের সাথে পূর্ন জীবন বৃত্তান্তসহ সদ্য তোলা ০৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের , টেলিফোন/ মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ৩১-০৮-২০২৪ ইং তারিখের মধ্যে নিন্ম ঠিকানায় সরাসরি বা ডাক/কুরিয়ার এর মাধ্যমে আহবান করা যাচ্ছে। উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদন ও যোগাযোগের ঠিকানাঃ নির্বাহী পরিচালক, আর্স বাংলাদেশ, আর্স বাংলাদেশ ভবন, বাড়ী নং-২৩০, কিসমত নওয়াপাড়া, নতুন উপশহর, যশোর-৭৪০০।
এছাড়া দেখুন-
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2024
সুবিধাদি হিসেবে উৎসব ভাতা (দুইটা ঈদ, দূর্গা পূজা ও ১লা বৈশাখ), উৎসব উপহার, সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচুইটি, স্বাস্থ্য সেবা, বিবাহ ভাতা, পিতৃত ভাতা, প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে আবাসিক সুবিধা দেওয়া হবে।
ত্রমিক নং ০১ পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং ত্রমিক ০২ থেকে ০৪ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের ২০০/- টাকা আর্স বাংলাদেশ, সোনালী ব্যাংক লিঃ, কর্পোরেট শাখা, যশোর, হিসাব নং-২৩১৫০৩৬০০১৩৬৩ তে অনলাইনে জমা দিয়ে জমা রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।
বিঃ দ্রঃ- আর্স বাংলাদেশ এ চাকরির জন্য কোন নগদ জামানত গ্রহন করা হয় না এবং হিসাবরক্ষক পদে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়।
আমি জবটি করতে চাই
আমার চাকরিটা খুবই দরকার
আমি বর্তমানে এস ডি আই তে সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কর্মরতা আছী। এটাতে আমার তিন বছর প্লাস হয়েছে
ভাই আমার খুব একটা কাজের প্রয়োজন
আমার ১ টা চাকরি খুব প্রয়োজন