সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়োগ ২০২৪ঃ সুন্দরবন কুরিয়ার সার্ভিস আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সর্বপ্রথম, দ্রুততম ও সুপ্রতিষ্ঠিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাইভেট) লিমিটেডে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ই- কমার্স প্রোডাক ডেলিভারীর জন্য জরুরী ভিত্তিতে নিম্নেবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে।

চাকরির ধরনবেসরকারি চাকরি
কোম্পানিসুন্দরবন কুরিয়ার সার্ভিস
ওয়েবসাইটhttps://sundarbancourierltd.com
জেলাসকল জেলা
পদের সংখ্যা৫ জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক
বয়সসীমা১৮-৩০ বছর
আবেদনের শেষ তারিখ১০ জানুয়ারি, ২০২৪
আবেদনের মাধ্যমডাকযোগে/ই-মেইলে

আরো পড়ুন- আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়োগ ২০২৪

পদের নামঃ সেলস এক্সিকিউটিভ
পদ সংখ্যাঃ ৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ অনার্স পাশ এবং কম্পিউটার এমএস অফিস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে
বেতনঃ আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপিসহ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আগামী ১০-০১-২০২৪ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় অথবা ই-মেইল এর মাধ্যমে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

কুরিয়ার সার্ভিসের কাজ

কুরিয়ার সার্ভিস এমন একটি মাধ্যম, যারা বা যিনি কিছু অর্থিক সুবিধার বিনিময়ে এক ব্যক্তির বার্তা বা জিনিসপত্র অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পৌঁছে দেয়। সহজ কথায় কারো কোন জিনিস এক শহর বা দেশ থেকে অন্য শহর বা দেশে সহজেই পৌঁছে দেয়ার সুবিধার নামই কুরিয়ার সার্ভিস। (তথ্যসূত্র-উইকিপিডিয়া)

কুরিয়ার সার্ভিসের সেবাসমূহ

  • চিঠিপত্র আদান-প্রদান
  • ডকুমেন্টস/ফাইল আদান-প্রদানর
  • নগদ টাকা আদান প্রদান
  • আসবাবপত্র আদান-প্রদান সহ বিভিন্ন মূল্যবান জিনিস
  • বিভিন্ন প্রকার দ্রব্য, কাপড় বা পোশাক

বাংলাদেশের কুরিয়ার সার্ভিস সমূহ

  • সুন্দরবন কুরিয়ার সার্ভিস
  • এসএ পরিবহন
  • করতোয়া কুরিয়ার এন্ড পার্সেল
  • জননী কুরিয়ার এক্সপ্রেস
  • কন্টিনেন্টাল কুরিয়ার
  • পাঠাও কুরিয়ার সার্ভিস

বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আমরা প্রকাশ করে থাকি। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত খোঁজ রাখতে পারেন। আপনার কোন মতামত/পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন।

41 thoughts on “সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

    • আমি খুব ভালো থেকো আকাশ সহজেই করতে পারি তাই আমার মনের ভিতরে সবকিছু সহজে মনে হয় যে কোন কাজ করতে পারি তো আমার মনে হচ্ছে আমি এটাও পারব ইনশাল্লাহ

      Reply
      • আমার মনের ভিতরে নিজের আত্মবিশ্বাস অনেক তাই আমার মনে হচ্ছে আমি এটা সহজেই করতে পারব ইনশাল্লাহ মোবাইল 01799668999

        Reply
  1. স্যার আমার এই রকম চাকরি খুবই পছন্দ আমি চাকরি করতে চাই

    Reply
  2. আমি কম্পিউটার অপারেটর, আমি কাজ করবো

    Reply
  3. আমার মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স আছে, এবং পাঁচ বছরের কম্পিউটারের অভিজ্ঞতা রয়েছে, আমি কাজ করতে চাই।
    01917099097

    Reply
  4. মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স নেই,
    আমি কি চাকরির এপ্লাই করতে পারি,

    Reply
    • আমার কাছে এই জব টা ভালো লাগে তাই আমি জব টা করতে চাই আমি HSC pas

      Reply
  5. আমার ১৫ বছর কুরিয়ার সার্ভিস অভিজ্ঞতা আছে। আমার প্রথম কুরিয়ার শুরু সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে।

    Reply
  6. আমার এয়ারপোর্ট কার্গো ক্লিয়ারেন্স এর ৫ বছরের অভিজ্ঞতা আছে। বর্তমানে আমি মালদ্বীপের মালে coral shipping and logistics কোম্পানির ক্লিয়ারেন্স অফিসার পদে কর্মরত আছি।আমার ইচ্ছে দেশের মধ্যে থেকে ভালো একটা কোরিয়ার কোম্পানি অথবা logistics কোম্পানিতে কাজ করার।
    শিক্ষাগত যোগ্যতাঃ ডিগ্রি (১ম বর্ষ)

    Reply
  7. স্যার আমি খুবই বেকারগ্রস্থ একজন মানুষ। আমার শিক্ষাগত যোগ্যতা BA. আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকুরি করতে চায়। আমার মোবাইল নম্বরঃ 01756-691989

    Reply
  8. আমি কম্পিউটার জানি, এস,এসি২০১৪সালে পাস করছি এইছ, এসি২০১৬সালে।সিলেট ভিবাগের মৌলভীবাজারের যে কুনো থানায় সুযোগ থাকলে।কুরিয়ারে একটা চাকরি দিবেন01765727979

    Reply
  9. আমি সুন্দরবন কুরিয়ার সভিসে কাজ করতে আগ্রহী । Ups কুরিয়ারে ৫ বছর কাজ করছি। ০১৭৬১৫২৬৮৬১

    Reply
  10. আমি মোটরসাইকেল বাইকার পদে চাকরি করতে চাই, ০১৭৮৬৫৬৮৬৫৪

    Reply
  11. আমি বকিং সহকারী পদে চাকরি করতে ইচ্ছুক

    আমার যোগ্যতা=বিএসসি অনার্স (পদার্থবিজ্ঞান)

    Reply
  12. ড্রাইভার পদে চাকরি করতে চাই,ট্রাক,পিকাপ,কভার্ড ভেন!
    নাম:জাকারিয়া শেখ
    মোবাইল :০১৮৮৮১৭৩৩৭৭
    অনুগ্রহ করে সম্ভব হলে জানাবেন প্লিজ..!

    Reply
  13. চাকরিটা আমার খুব প্রয়োজন, আমি উত্তরা ৮নং সেক্টরে আছি।চাকরিটা পেলে চিরকৃতজ্ঞ থাকবো।

    Reply
  14. আমার টাইপিং 40 ইংরেজী। আমি অনেক দিন যাবত চাকুরী খুজতেছি। আপনারা কাজ করার অভিজ্ঞতাও আছে। ডাটা এন্ট্রি করেছি। একটা চাকুরী অনেক প্রয়োজন। একটু হেল্প করলে অনেক উপকৃত হবে।
    01740-283243

    Reply
  15. সুন্দরবন কুরিয়ার সার্ভিস চাকরি করতে চাই
    ঝিনাইদহ জেলা

    Reply
  16. আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকরি করতে চাই। কাজের অভিজ্ঞতা আছে।
    বুকিং অফিসার—২ বছর
    শিক্ষাগত যোগ্যতা-এইচএসসি

    Reply

Leave a Comment