৪৪তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা ১৭১০

৪৪তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শুন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা হলো। গত ৩০ নভেম্বর, মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহম্মদের সই করা অফিস আদেশ থেকে তথ্য জানা যায়।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানবাংলাদেশ সরকারি কর্ম কমিশন
ওয়েবসাইটhttp://www.bpsc.gov.bd
পদের সংখ্যা১৭১০ জন
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদন শুরু৩০ ডিসেম্বর, ২০২১
আবেদনের শেষ তারিখ৩১ জানুয়ারি, ২০২২
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইন

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০/১২/২০২১ থেকে ৩১/০১/২০২২ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। ৪৪ বিসিএস এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ক্যাডার সংখ্যা ১৭১০ জনের। তবে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ক্যাডারে যার সংখ্যা ৭৭৮ জন।

অন্যান্য পদগুলোর মধ্যে প্রশাসন ২৫০টি, পুলিশ ৫০টি, পররাষ্ট্র ১০টি, আনসার ১৪টি, নিরীক্ষা ও হিসাব ৩০টি, কর ১১টি, সমবায় ০৮টি, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ০৭টি, তথ্য ১২টি, ডাক ২৩টি, বাণিজ্য ০৬টি, পরিবার পরিকল্পনা ২৭টি, খাদ্য ০৩টি, রেলওয়ে প্রকৌশল ২০টি, বন ০৫টি, সড়ক ও জনপথ ৩৬টি, মৎস্য ১৫টি, পশুসম্পদে ২১০টি, কৃষি ৪৪টি, স্বাস্থ্য ১২৫টি, গণপূর্ত ২৮টি, শিক্ষা ৭৭৬টিসহ সর্বমোট ১৭১০ জন এবারের সার্কুলারে চাকরি দেয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
৪৪তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি

>> সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখুন এখানে

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন

3 thoughts on “৪৪তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা ১৭১০”

  1. 10 দিনের জন্য আর apply করার সুযোগ পেলাম না..!
    পিএসসি বলছে যে করোনাতেও তাদের নিয়োগ বন্ধ করেনি।।কিন্তু তারা এটা কেনো বলছে না যে করোনার কারনেই তো যেই 41 এর এক্সাম 2020 এ হওয়ার কথা ছিল তা পুরা 1 বছর পরেও 2021 এ এসে হইছে।তো গ্যাপ তো পুরা ছিলোই।যদি সঠিক সময়ে এক্সাম হত তবে আরও আগেই 44 নিয়োগ আসতো এবং আমার মত আরও হাজার হাজার শিক্ষার্থীদের সুযোগ এভাবে নস্ট হত না।। যদি বয়সে শিথিলতা নাই দেয় তবে বেকারদের করোনা প্রনোদোনা বাবদ কী কিছুই করার নেই প্রশাসনের!!!!!!!!!!!!!!!!

    Reply

Leave a Comment