কর কমিশনারের কার্যালয় খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সম্প্রতি ৩৪টি পদে কর কমিশনারের কার্যালয় খুলনা এর অধীন শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা/নাগরিকদের নিকট হতে পদের পার্খে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলাসমূহ | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠান | কর কমিশনারের কার্যালয় খুলনা |
ওয়েবসাইট | http://taxeszone-khulna.com |
মোট পদ | ৯টি |
পদের সংখ্যা | ৩৪ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ১৪ নভেম্বর, ২০২২ |
আরো দেখুন- কাস্টমস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
কর কমিশনারের কার্যালয় খুলনা নিয়োগ ২০২২
১। পদের নামঃ উচ্চমান সহকারী
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় সর্বনিম্ন ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি হতে হবে।
২। পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় সর্বনিম্ন ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি হতে হবে। সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৪৫ এবং ইংরেজিতে ৭৫ শব্দের গতি হতে হবে।
৩। পদের নামঃ অফিস সহকারী কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১৪ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি হতে হবে।
৪। পদের নামঃ গাড়ী চালক
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ ৮ম শ্রেণি। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা থাকতে হবে।
টেলিটক অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৬-১০-২০২২ সকাল ১০ ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৪-১১-২০২১ বিকাল ০৫ ঘটিকা।
আবেদনের ঠিকানাঃ http://katax.teletalk.com.bd ও http://ktax.teletalk.com.bd


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
নিয়মিত চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
As salamu walaikum.I’m Jannatul Ferdaus.I need a job urgently.
You should apply Mrs
i needed govt.job.how to apply
I badly need this job
01734484359