📁 পদ ক্যাটাগরি: ৫৪ টি
👥 পদের সংখ্যা: ১১৪ জন
⏰ আবেদনের সময় বাকি: ৩২ দিন
📅 আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০২৫
১১৪টি পদে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ-এর রাজস্বখাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল এর ৪র্থ-২০তম গ্রেডভুক্ত নিচের স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ ২০২৫
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ |
ওয়েবসাইট | http://rdcd.gov.bd |
পদের সংখ্যা | ৫৭+৫৭ জন |
বয়সসীমা | ১৮-৪৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ৭ নভেম্বর, ৯ অক্টোবর, ২০২৫ |
আবেদনের মাধ্যম | টেলটক অনলাইনে |
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি এর নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (online) আবেদনপত্র আহবান করা হইলো। অনলাইন (Online) ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হইবে না।
আবেদনের ঠিকানাঃ প্রার্থীদের টেলিটক অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আবেদনের ওয়েবসাইটে (http://rdarangpur.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
বিজ্ঞপ্তি-১

বিজ্ঞপ্তি-২
আবেদনের ঠিকানাঃ প্রার্থীদের টেলিটক অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আবেদনের ওয়েবসাইটে (http://rdajamalpur.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।






কখন থেকে শুরু হবে apply date?
My chiosflly job .
apply date