পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 🔥হট জব

📁 পদ ক্যাটাগরি: ২৭ টি

👥 পদের সংখ্যা: ৫৭ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ০৯ অক্টোবর ২০২৫

৫৭টি পদে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে https://rdajamalpur.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (online) আবেদনপত্র আহবান করা হইলো। অনলাইন (Online) ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হইবে না।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
নিয়োগ দাতা প্রতিষ্ঠানপল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর
ওয়েবসাইটhttps://rda.jamalpur.gov.bd
পদের সংখ্যা৫৭ জন
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ০৯ অক্টোবর, ২০২৫
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে

পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
(ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি https://rdajamalpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করিতে পারিবেন।

i. Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০/০৯/২০২৫ খ্রি, সকাল- ১০টা;
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯/১০/২০২৫খ্রি, বিকাল ০৫টা

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারিবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি

rda jamalpur job circular 2025
পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment