বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি (পভার্টি এ্যালিভিয়েশন থ্রো পার্টিসিপেটরী রূরাল ইনিশিয়েটিভ) এমআরএ সনদ নম্বর ০০৫৭১-০০০৯০- ০০১০৭-এর প্রজেক্ট ও ক্ষুদ্রঋণ কর্মসূচিতে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নামঃ
১. এসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিন্টের-০২ জন
২. এরিয়া ম্যানেজার-০৪ জন
৩. ইউনিট ম্যানেজার-১০ জন
৪. ফিল্ড অর্গানাইজার-৩৫ জন
পাপড়ি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি ২কপি, জীবনবৃত্তান্ত ও মোবাইল নম্বরসহ নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার বা সরাসরি প্রেরণের জন্য অনুরোধ করা হল।
সকল পদের জন্য বছরে ২টি উৎসব বোনাস, সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, মোবাইল বিল সুবিধাসহ ৩ ও ৪ নং পদের জন্য ব্যাচেলরদের ফ্রি আবাসন সুবিধা রয়েছে। সংস্থার নিয়ম অনুযায়ী ২ নং ও ৩ নং পদের বেলায় মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ আর্থিক সুবিধা ও ৪ নং পদের বেলায় ফিল্ডে মুভমেন্টের জন্য যাতায়াত বিল সুবিধা এবং প্রযোজ্য অন্যান্য সুবিধাদি বিদ্যমান। সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে।