প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৮ টি

👥 পদের সংখ্যা: ৩৭ জন

আবেদনের সময় বাকি: ৬ দিন

📅 আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৫

৩৭টি পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি স্বার্থ রক্ষার্থে যথাযথভাবে সকল নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
সংস্থাপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ওয়েবসাইটmopme.gov.bd
পদের সংখ্যা৩৭ জন
বয়স১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ২১ সেপ্টেম্বর, ও ২০ অক্টোবর ২০২৫
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিচের শৃন্যপদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনের ঠিকানাঃ http://nape.teletalk.com.bd

national academy of primary education job circular 2025
সার্কুলার-১

আবেদনের ঠিকানাঃ http://mopme.teletalk.com.bd

e0a6aae0a78de0a6b0e0a6bee0a6a5e0a6aee0a6bfe0a695 e0a693 e0a697e0a6a3e0a6b6e0a6bfe0a695e0a78de0a6b7e0a6be e0a6aee0a6a8e0a78de0a6a4e0a78de0a6b0e0a6a3e0a6bee0a6b2e0a6afe0a6bc e0a6a8e0a6bfe0
e0a6aae0a78de0a6b0e0a6bee0a6a5e0a6aee0a6bfe0a695 e0a693 e0a697e0a6a3e0a6b6e0a6bfe0a695e0a78de0a6b7e0a6be e0a6aee0a6a8e0a78de0a6a4e0a78de0a6b0e0a6a3e0a6bee0a6b2e0a6afe0a6bc e0a6a8e0a6bfe0 1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

আবেদনের নিয়ম ও শর্ত

১. আবেদনকারীর নাম, পিতা, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, বয়স ইত্যাদি উল্লেখসহ জীবন বৃত্তান্ত।

  • আবেদনের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে,
  • আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপর্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
  • বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য/পেশাগত সনদ এবং অভিজ্ঞতা সনদের কপি দিতে হবে
  • এডভোকেট হিসাবে ১০ (দশ) বছর তন্মধ্যে হাইকোর্ট বিভাগে কমপক্ষে ৭ (সাত) বছরের অভিজ্ঞতা ও
  • এককভাবে/যৌথভাবে কমপক্ষে ৩০ (ত্রিশ) টি মামলা পরিচালনা ও নিষ্পত্তির অভিজ্ঞতা থাকতে হবে

২. জন্য কোন প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উন্লেখ করতে হবে। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ০৩ (তিন)টি প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

৩. ২৫ মার্চ, ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৫০ বছর হতে হবে।

৪. আইনজীবী নিয়োগ ৩ (তিন) বছরের জন্য হবে।

৫. কোন আইনজীবী অব্যাহতি গ্রহণ করতে চাইলে ৬০ (ষাট) দিন পর্বে কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট আইনজীবী দ্বারা পরিচালিত মামলার সকল নথিপত্র কর্তৃপক্ষের নিকট জমা প্রদানের শর্তে অব্যাহতির আবেদনটি বিবেচনা করা যেতে পারে।

অপরদিকে কর্তৃপক্ষ কর্তৃক ৬০ (ষাট) দিন পূর্বে নোটিশ প্রদান সাপেক্ষে প্যানেলভুক্ত কোন আইনজীবীকে অব্যাহতি প্রদান করা যাবে। তবে নিয়োগপ্রাপ্ত কোন আইনজীবীর বিরুদ্ধে যদি মামলা পরিচালনায় সরকারের বিপক্ষে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে জনস্বার্থে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাঁর/তাদের নিয়োগ বাতিল করতে পারবে। এক্ষেত্রে ৬০ (ষাট) দিনের পূর্ব নোটিশ প্রদানের প্রয়োজন হবে না।

৬. বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভবন নং-৬,৭ তলা, কক্ষ নং-৬২৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে।

৭. কোন কারণ দর্শানো বাতিরেকে কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। প্যানেল আইনজীবী নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

2 thoughts on “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. আমি চাকরি ছাই প্লিজ আমার ফেমেলির জন্য দরকার প্লিজ রিকুয়েষ্ট 😭🙏🙏

    Reply

Leave a Comment