📁 পদ ক্যাটাগরি: ১৪ টি
👥 পদের সংখ্যা: ৪০৩ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫
৪০৩টি পদে জাকস ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। “জাকস ফাউন্ডেশন” দেশের উত্তরাঞ্চলে কর্মরত ও “এমআরএ সনদ প্রাপ্ত” যার সনদ নম্বর ০১৪২০-০১২২১-০০২৩১ এবং “পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)” এর অর্থ সহায়তা পুষ্ট একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও)। অত্র সংস্থায় ক্ষুদ্রধণ কার্যক্রম প্রকল্প, সমন্বিত কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট -এর আওতায় নিন্ন বর্নিত পদ সমূহে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিক ও উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
জাকস ফাউন্ডেশন নিয়োগ ২০২৫
| জেলা | সকল জেলা |
| চাকরির ধরন | এনজিও চাকরি |
| প্রতিষ্ঠান | জাকস ফাউন্ডেশন |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://jakas-bd.org |
| শূণ্যপদ | ৪০৩টি |
| বয়সসীমা | ১৮-৪৫ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ৩১ আগস্ট, ২০২৫ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আরো দেখুন- সকল এনজিও চাকরির খবর
জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের ঠিকানাঃ আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও দু’জন ব্যক্তির রেফারেন্সসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং আবেদনপত্র আগামী ৩১/০৮/২০২৫ খৃষ্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, সবুজনগর, জয়পুরহাট বরাবর পৌঁছাতে হবে।

সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদী
১। প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের জন্য সফলতার সাথে প্রশিক্ষণ এবং মূল্যায়ন সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। এক্ষেত্রে প্রশিক্ষণ শর্তাবলী পরিপালনে কেউ ব্যর্থ হলে নিয়োগ পাবেন না। মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল, জ্বালানী বিল ও সংস্থার নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
২। শিক্ষানবিশকাল অতিক্রম হলে সংস্থার নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, সিটি ভাতা প্রাপ্য হবেন।
৩। প্রভিডেন্ট ফান্ড ঋণ ও মোটর সাইকেল ঋণ সুবিধা আছে।
৪ । সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
৫। সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে।
৬। নিয়োগপত্র প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসেবে প্রাপ্ত হবেন ।
বিশেষ দ্রষ্টব্দঃ নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান! সম্প্রতি জাকস ফাউন্ডেশনে চাকুরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবেনা।
Project Name: “Light of Education” – Urban Education Program for Underprivileged Boys
1. Background: Many underprivileged boys in Bangladesh are deprived of educational opportunities. In rural and suburban areas, the quality and environment of education are limited. There is a need to provide safe accommodation and regular learning opportunities in the city.
2. Objectives:
Provide underprivileged boys with access to education in the city.
Enhance their self-reliance and skills through education.
Teach computer, English, and life skills.
3. Goals:
4. Bring 20–50 underprivileged boys to the city.
5. Provide safe hostel/room and meals.
6. Offer daily classes, tutoring, and homework support.
7. Conduct computer and skill development classes.
8. Report students’ progress and achievements.
9. Budget (Initial for 1 Year, increased):
Hostel/Room rent: 25,000 BDT/month, 300,000 BDT/year
Food & daily necessities: 18,000 BDT/month, 216,000 BDT/year
Teacher/Tutor fees: 12,000 BDT/month, 144,000 BDT/year
Educational materials: 6,000 BDT/month, 72,000 BDT/year
Skill development & computer classes: 12,000 BDT/month, 144,000 BDT/year
Emergency expenses: 6,000 BDT/month, 72,000 BDT/year
Total: 79,000 BDT/month, 948,000 BDT/year
5. Funding Sources:
6. Government grants: NGO Affairs Bureau / Ministry of Education
7. Local & International NGOs: BRAC, Save the Children, ActionAid Bangladesh, UNICEF, UNESCO
8. Online crowdfunding: GoFundMe, Kickstarter, Patreon, Bikroy Fundraiser
9. Individual or corporate donors: Local businesses or company CSR funds
10. Fundraising events: Charity fairs, art shows, online live events
11. Activity Plan:
12. Select students (underprivileged boys from rural or nearby areas).
13. Arrange city accommodation and meals.
14. Conduct 4–5 hours daily classes and homework sessions.
15. Organize 1–2 sessions per week for life skills & computer classes.
16. Monthly mentor and guardian meetings.
17. Prepare progress reports to inform donors.
18. Expected Outcomes:
Increase students’ academic performance.
Develop self-reliant and skilled citizens.
Long-term contribution to society through education.
Assalmuyalaikum sir,Sir ami kaj korte ecshuk.
Assalmuyalaikum sir,Sir ami kaj korte ecshuk.01729519562
আপনি নির্ধারিত ঠিকানায় আবেদন করুন, চাকরি হবে
সরাসরি অফিসে গিয়ে শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র জমা দিলে হবে কি ,অনুগ্রহ করে জানাবেন।
না, খামে করে সকল কিছু জমা দিতে হবে, অথবা ডাকযোগে পাঠাতে হবে