নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৬ টি

👥 পদের সংখ্যা: ১০ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৫

১০টি পদে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম এ নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিয়োগ ২০২৫

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
নিয়োগ দাতা প্রতিষ্ঠাননাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর
ওয়েবসাইটhttps://dsw.portal.gov.bd
পদের সংখ্যা১০ জন
বয়স১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ০২ ও ১৫ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে/ডাকযোগে

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রামের রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dsw.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের ঠিকানাঃ http://dsw.teletalk.com.bd

e0a6a8e0a6bee0a6ace0a6bfe0a695 e0a693 e0a6aae0a78de0a6b0e0a6ace0a6bee0a6b8e0a780 e0a6b6e0a78de0a6b0e0a6aee0a6bfe0a695 e0a695e0a6b2e0a78de0a6afe0a6bee0a6a3 e0a6aae0a6b0e0a6bfe0a6a6e0a6aa
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-১
e0a6a8e0a6bee0a6ace0a6bfe0a695 e0a693 e0a6aae0a78de0a6b0e0a6ace0a6bee0a6b8e0a780 e0a6b6e0a78de0a6b0e0a6aee0a6bfe0a695 e0a695e0a6b2e0a78de0a6afe0a6bee0a6a3 e0a6aae0a6b0e0a6bfe0a6a6e0a6aa
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-২

আবেদনের নিয়ম

যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র যথাসময়ে/পরীক্ষার পূর্বে ডাকযোগে প্রেরণের জন্য আবেদন পত্রের সাথে ৯.৫ ইঞ্চিx ৪.৫ ইঞ্চি আকারের একটি খামে বর্তমান ঠিকানা উল্লেখ পূর্বক ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিটসহ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে;

আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ১৮-৩০ বৎসর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে;

প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পরিচালক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সরকারি কার্য ভবন নং-০১, আগ্রাবাদ, চট্টগ্রামের অনুকূলে ১ ও ২ নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ৩ ও ৪ নং পদের জন্য ১০০/- (একশত) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং-১-৫২৩১-০০০১-২০৩১ এ জমা দিয়ে চালানের মূলকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে;

সরকারি/আধা-সরকারি সংস্থা বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত এবং বিভাগীয় প্রার্থীদের সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক (নির্ধারিত বয়স সীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্রের মূলকপি জমা দিতে হবে;

লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি, ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম এর ওয়েবসাইট (www.dsw.gov.bd অথবা www.dsw.portal.gov.bd) এ প্রকাশিত হবে।

কোটা ও বয়স সম্পর্কিত সরকার প্রচলিত সর্বশেষ নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে;

যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

Leave a Comment