📁 পদ ক্যাটাগরি: ১ টি
👥 পদের সংখ্যা: ২ জন
⏰ আবেদনের সময় বাকি: ১০ দিন
📅 আবেদনের শেষ সময়: ০৮ জানুয়ারি ২০২৬
কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিতি। শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি সিসিবিএল-এর নিম্নোক্ত শূন্যপদের বিপরীতে চুক্তিভিত্তিক অভিজ্ঞ জনবল নিয়োগের লক্ষ্যে কোম্পানির স্বতন্ত্র বেতন-ভাতার ৭ম গ্রেডভুক্ত সুবিধাদি প্রদান শর্তে, যোগ্য ও অভিজ্ঞ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) |
| ওয়েবসাইট | https://ccbl.gov.bd |
| পদের সংখ্যা | ২ জন |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
| আবেদনের সময়সীমা | ৮ জানুয়ারি, ২০২৬ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে/কুরিয়ার |
সিসিবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আবেদনের সময় ও ঠিকানাঃ আবেদনপত্র আগামী ০৮-০১-২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, কক্ষ নং- ৫০৪/৫০৯, ৫ম তলা, রেলভবন, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-১০০০ এর বরাবরে পৌঁছাতে হবে।
