সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 🔥হট জব

📁 পদ ক্যাটাগরি: ৬০ টি

👥 পদের সংখ্যা: ১৭১ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৫

১৭১টি পদে বাংলাদেশে চলমান সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একসাথে দেয়া হল।। সরকারি বিধি মোতাবেক নিম্নোক্ত স্থায়ী পদসমূহে প্রভাষক ও শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
পদের সংখ্যা১৭১ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
বয়সসীমা১৮-৩৫ বছর
আবেদনের শেষ তারিখ১৪ অক্টোবর, ২০২৫
আবেদনের মাধ্যমঅনলাইনে+ডাকযোগে

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ ২০২৫

আবেদনের নিয়মাবলী ও ফিঃ প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (https://mcpsc.edu.bd) থেকে জানা যাবে। আবেদনকারীকে ক্রমিক নং ১ এর জন্য ১০০০ টাকা, ক্রমিক নং ২-৫ এর জন্য ৭০০ টাকা এবং ক্রমিক নং ৬ এর জন্য ২০০ টাকা অনলাইনে প্রদান করতে হবে।

barishal cantonment public school job 2025
savar cantonment public school job 2025
jalshiri cantonment school job 2025
adamjee cantoment public school job 2025
e0a6aae0a6a6e0a78de0a6aee0a6be e0a695e0a78de0a6afe0a6bee0a6a8e0a78de0a69fe0a6a8e0a6aee0a787e0a6a8e0a78de0a69f e0a6aae0a6bee0a6ace0a6b2e0a6bfe0a695 e0a6b8e0a78de0a695e0a781e0a6b2 e0a693 e
gazipur cantonment public school job 2025
lalmonirhat cantoment public school job 2025
sylhet cantonment public school job 2025
saidpur cantonment public school job 2025
cantonment public school and college job circular
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

 চাকুরির শর্ত ও অন্যান্য সুযোগ সুবিধা

১। ক্রমিক নং ১ থেকে ৬ এর ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল অনুসারে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিত্সা ভাতা, বিশেষ সুবিধ, অতিরিক্ত দায়িত্বের ভাতা (শ্রেণি শিক্ষক, কোঅর্ডিনেটর, রুটিন কমিটি, শৃঙ্খলা কমিটি ভাতা ও অন্যান্য), বছরে দুইটি উৎসব ভাতা (মূল বেতনের ১০০%) এবং বৈশাখী ভাতা (মূল বেতনের ২০%) প্রদান করা হবে। এছাড়াও শিক্ষানবিশকাল শেষে মূল বেতনের সর্বোচ্চ ৩৫% পর্যন্ত উৎসাহ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, গ্র্যাচুইটি, ওয়েলফেয়ার ফান্ড ও ভবিষ্য তহবিলের সুবিধা প্রদান করা হবে।

২। আবেদনের তারিখ ও বয়স: অনলাইনে ০৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ২ ঘটিকা পর্যন্ত। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

৩। অভিজ্ঞতা/বিশেষ যোগ্যতা: বিএড/এমএড যোগ্য প্রার্থী, এমপিওভুক্ত প্রার্থী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বা ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ বা দেশের জেলা শহর পর্যায়ের স্বনামধন্য সরকারী স্কুল/কলেজ বা ক্যাডেট কলেজসমূহে চাকুরীর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

৪। পরীক্ষা: লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইটে (www.mcpsc.edu.bd) এবং এসএমএসের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

৫। শর্তাবলী: প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে ।

Leave a Comment