বন অধিদপ্তর-এ ৩৩৭টি পদে আবারো নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন অধিদপ্তর এর অধীন সামাজিক বন বিভাগ এর আওতায় বাংলাদেশ বন বিভাগ নিয়োগ এর অধীন সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিচে বর্ণিত পদে লোক নিয়োগ এর জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে সরকারি বিধি মোতাবেক পদের পাশে উল্লেখিত সাকুল্য বেতনে নিম্নলিখিত শর্তে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
বন অধিদপ্তর নিয়োগ ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিচের শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভাবে নিয়োগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিয়বরণত শর্তসাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | বন অধিদপ্তর |
ওয়েবসাইট | http://www.bforest.gov.bd |
শূণ্যপদ | ৪টি |
পদের সংখ্যা | ৩৩৭ জন |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
বয়সসীমা | ১৮-৩২ বছর |
আবেদনের শেষ তারিখ | ০২ মার্চ, ২০২৫ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
এখুনি দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বন অধিদপ্তরের নিচে বর্ণিত রাজস্বখাতভুক্ত শূণ্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নামঃ ইঞ্জিন ড্রাইভার, গাড়ী চালক, স্পীড বোট ড্রাইভার, বন প্রহরী
পদের সংখ্যাঃ ১৩+২৫+১৩+২৮৬=৩৩৭ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি-এইচএসসি
বেতন স্কেলঃ গ্রেড অনুযায়ী
আবেদনের ঠিকানাঃ http://ccffd.teletalk.com.bd

নতুন বিজ্ঞপ্তিগুলো দেখুন-
- রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদ- ১৬৬৫টিHot
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫০টি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫৫টি
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৪২৪টিHot
Bforest Job Circular 2025
আগামী ৩০-১১-২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের জন্য বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
সমাপ্ত উন্নয়ন প্রকল্প/চলমান উন্নয়ন প্রকল্পে নিয়োজিত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এরূপ বিভাগীয় প্রার্থীদের সর্বশেষ/বর্তমান কর্মস্থলের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
কোন সরকারি বা আধাসরকারি সংস্থায় কর্মরতরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সরকার নির্ধারিত নির্বাচনী কমিটি কর্তৃক প্রার্থী বাছাই করা হবে। গরার্থীদের এতদউদদেশ্যে আয়োজিত ক্ষেত্র অনুযায়ী লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে তাদের বর্তমান ঠিকানায় জানানো হবে।
প্রার্থীকে নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার দৈনিক ভাতা প্রদান করা হবে না। নিয়োগ লাভের জন্য সকল প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
প্রার্থীর পদের নাম খামের উপর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধাই চূড়ান্ত বলে গণ্য হবে।
বন সংরক্ষক, বন্যপাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও, ঢাকা বরাবর সাদা কাগজে প্রার্থীর আবেদনপত্র বন সংরক্ষক, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল (৬ষ্ঠ তলা), বন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় ২৯/০৯/২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে অবশ্যই পৌছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে বন সংরক্ষক, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও, ঢাকা-এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক এর যে কোন শাখায় জমা প্রদান পূর্বক ২০০/- (দুইশত) টাকা মূলোর অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দরখাস্তের সহিত অবশ্যই দাখিল করতে হবে।
আবেদনপত্রে (ক) প্রার্থীর নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা, (ঙ) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ, (ছ), জাতীয়তা (জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে)
(জ) ধর্ম, (ঝ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (সকল প্রকার সনদপত্রের অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট আকারের ০২ (দুই) কপি ছবি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা ছারা সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে)।
প্রার্থী কোন জেলার অধিবাসী তাহার প্রমাণ স্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান-এর নিকট হতে নাগরিকতের সার্টিফিকেট মূল কপি) দাখিল করতে হবে।
জন্ম নিবন্ধন এর সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। উপরের চাহিত যে কোন তথা/সনদপত্র/ অন্যান্য কাগজপত্র আবেদনপত্রের সাথে না থাকলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আসসালামু আলাইকুম ..
আমি কি গাজীপুর জেলা থেকে আবেদন করতে পারবো.?
জি স্যার পারবেন
আমি টাংগাইল জেলার,আমি কি আবেদন করতে পারবো?
বিজ্ঞপ্তি তো অনেকগুলো জেলা দেখে নেন স্যার
অনলাইনে আবেদন কিভাবে করব..?
আবেদনের লিংক টা কি দেয়া যাবে!
বিজ্ঞপ্তির উপরে দেখুন, ঠিকানা/লিংক দেয়া আছে
ভাই গাজীপুর থেকে কি আবেদন করা যাবে বাই গাজীপুর থেকে কি আবেদন করা যাবে?
আপনি খেলায় মনোযোগ দেন, সামনে ফাইনাল (৫ উইকেট চাই)
আমি চট্রগ্রাম এর।আমি কি অফিস সহকারী কাম কম্পিউটার এ আবেদন করতে পারব?
আমি বন সংরক্ষন অধিদপ্তর নিয়োগ ২০১৯ পরিক্ষায় অংশগ্রহণ করিনি
স্যার আমি কক্সবাজার থেকে বলতেছি আমি কি আমি কি আবেদন করতে পারবো
gopalgonj thake ki parbo
অামার বাড়ি দিনাজপুরে অামি কি অাবেদন করতে পারবো?
জেলা দেখে নেন
ami gopalgonj thake abedon korta parbo naki
প্রতিবন্ধী কোটায় লোক নিবে?
সব খানেই কিছু কোটা থাকে
Vai patuakhali zelay বন অধিদপ্তর চাকরির খবর Kobe dibe Jane
Ei post er jonno ki sorasori abedon korte hobe??
ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে স্যার
বন অধিদপ্তর এ কি আমি রাজশাহী বিভাগ নাটোর জেলা থেকে আবেদন করতে পারবো?
উল্লেখিত জেলাগুলো দেখে মিলিয়ে নেন স্যার
আমার বয়স 30 পার হয়ে গেছে আমি কি আবেদন করতে পারবো
না স্যার, মুক্তিযোদ্বা কোটা থাকলে পারবেন
comilla thake ki apply kora jabe?
উল্লেখিত জেলা দেখে নেন স্যার
Ami ekhon Gazipur thaki but permanent address Pirojpur ami ki apply korte parbo???
পিরোজপুর থাকলে পারবেন
রংপুর বিভাগ এর নীলফামারি জেলা থেকে আবেদন করতে পাবো?
বিজ্ঞপ্তি-৩ ও ৫ নং এ পারবেন
কেয়ার অফ অপশনে কি দিতে হবে?
আপনার অভিভাবকের নাম
অফিস সহায়ক
আসসালমুয়ালাইকুম আমি চট্টগ্রাম জেলা থেকে কি আবেদন করতে পারবো
চট্টগ্রাম জেলা থেকে পারবেন
বরিশাল থেকে আবেদন করতে পারবো
আমি কুষ্টিয়া জেলা থেকে আবেদন করতে পারব কি?
জেলাগুলো দেখে নিন, পদের পাশে দেয়া আছে
অনলাইনে আবেদনের লিংক টা কোথায় পাওয়া যাবে..?
বিজ্ঞপ্তিতে দেয়া আছে দেখুন
আমি মেয়ে আমার বাড়ী চাঁদুপরে আমি পারবো কি???
আপনার জেলা আছে কিনা দেখে নিন
Chattagram thaka application korta parbo?
আমাদের শেরপুর জেলার নিয়োগ কবে পাবো?
স্যার আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছে টিটিসি থেকে কিন্তু আমার লাইসেন্স নাই আমি কি আবেদন করতে পারব
আমার জেলা কুড়িগ্রাম
হ্যালো স্যার
বন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০১৯ – এটা দ্বারা কি বুঝিয়েছে
স্যার আমি কক্সবাজার থেকে বলতেছি আমি কি আমি কি আবেদন করতে পারবো