📁 পদ ক্যাটাগরি: ৪ টি
👥 পদের সংখ্যা: ৭৭ জন
⏰ আবেদনের সময় বাকি: ৬ দিন
📅 আবেদনের শেষ সময়: ০৩ ডিসেম্বর ২০২৫
৭৭টি পদে বেডো এনজিও নিয়োগ ২০২৫ প্রকাশ করেছে। বেডো দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি জাতীয় পর্যায়ের উন্নয়নমূলক সংস্থা। প্রতিষ্ঠার পর থেকেই পিকেএসএফ, ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় ঋণ কার্যক্রমসহ স্বাস্থ্য, শিক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও ঢাকা জেলার শাখাসমূহে জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদে সৎ, দক্ষ, পরিশ্রমী ও ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করছে।
| চাকরির ধরন | এনজিও চাকরি |
| জেলা | সকল জেলা |
| কোম্পানি | বেডো এনজিও |
| ওয়েবসাইট | https://www.bedo.org.bd |
| পদের সংখ্যা | ৭৭ জন |
| বয়সসীমা | ১৮-৪০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ৩ ডিসেম্বর, ২০২৫ |
| আবেদন করা যাবে | ইমেইলে |
বেডো এনজিও নিয়োগ ২০২৫
বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য জীবনবৃত্তান্তে (CV) উল্লেখিত মোবাইল/ইমেইলে তথ্য জানানো হবে। উল্লেখ্য যে, সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন, সংযোজন ও বাতিল করার ক্ষমতা রাখে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনের ঠিকানাঃ আগ্রহী প্রার্থীগণ আগামী ০৩-১২-২০২৫ তারিখের মধ্যে bedo.recruit93@gmail.com এই ই-মেইলে পদের নাম উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত (CV) প্রেরণ করবেন।

BEDO NGO Job Circular 2025
১) ক্রমিক ১, ২ ও ৩ নং পদে পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে অভিজ্ঞরাই শুধু আবেদন করতে পারবেন।
২) ক্রমিক ১ ও ২ নং পদে কম্পিউটার জানা বাধ্যতামুলক। সহকারী শাখা ব্যবস্থাপক পদের প্রার্থী শাখার হিসাবরক্ষণ কাজের পাশাপাশি ঋণ কার্যক্রম বাস্তবায়নে শাখা ব্যবস্থাপককে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
৩) উপরোল্লিখিত সকল পদে প্রার্থীর নিজস্ব মোটর সাইকেল ও বৈধ মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
৪) উপরোল্লিখিত সকল পদের জন্য সংস্থার চাকুরি নীতিমালা অনুযায়ী স্থায়ীকরণের পর, বছরে ৩টি উৎসব ভাতা (বৈশাখী ভাতাসহ), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া ঢাকায় কর্মরতদের জন্য শহর ভাতা প্রযোজ্য হবে।
৫) যোগদান পরবর্তীতে মোবাইল ভাতা, মটর সাইকেল জ্বালানী, কর্মী কল্যাণ তহবিল এবং শাখা ব্যবস্থাপক পর্যন্ত একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন।
৬) সংস্থার বিধি মোতাবেক সকল পদে নির্বাচিত প্রার্থীদের সংস্থা নির্ধারিত হারে জামানত (কমপক্ষে ৬ মাস সংস্থায় চাকুরি করা সাপেক্ষে ফেরতযোগ্য) জমা দিতে হবে এবং ৩ জন বৈধ অভিভাবক দ্বারা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা দিতে হবে।