আম্বালা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 🔥হট জব

📁 পদ ক্যাটাগরি: ৫ টি

👥 পদের সংখ্যা: ২৮৭ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৫

২৮৭টি পদে আম্বালা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আম্বালা ফাউন্ডেশন MRA কর্তৃক অনুমোদিত একটি স্বনামধন্য MFI সংস্থা এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫

বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্মএলাকার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনবল প্রয়োজন। এই প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদেরকে নিম্নে বর্ণিত পদসমূহে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।

জেলাসকল জেলা
চাকরির ধরনএনজিও চাকরি
এনজিও প্রতিষ্ঠানআম্বালা ফাউন্ডেশন
ওয়েবসাইটhttp://ambalafoundation.org
শূণ্যপদ৫টি
পদের সংখ্যা২৮৭টি
বয়সসীমা১৮-৪৮ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ২৯ আগস্ট, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগে

আম্বালা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের ঠিকানাঃ সরকারি জামিয়া আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক-বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। (আশা টাওয়ার এর পিছনে মাঠের দক্ষিণ পাশে)

ambala foundation job 2025
আম্বালা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

Ambala Foundation Job Circular 2025

আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোন প্রমানপত্রের কপি, জাতীয় পরিচয় পত্রের কপি এবং ০১ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করত নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য বলা হচ্ছে।

আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক।

সকল পদে শিক্ষানবীশকাল ০৬ মাস, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ০৩টি গ্রাচুইটি, কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি ০২ দিন, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদাপূর্তিতে চাকুরীকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে।

মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কমীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত ১,০০০/- টাকা একক আবাসন ভাতা প্রদান করা হয়

5 thoughts on “আম্বালা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. আমার বয়স ৩৫ বছর ১১ মাস। স্যার, আমি কি আবেদন করতে পারব?

    Reply
  2. আমার বয়স ৩৫ বছর ১১ মাস। ৬মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ করা আছে। স্যার, সহকারী হিসাব রক্ষক পদে চাকুরির জন্য আবেদন করতে পারব কি?

    Reply
  3. আমি করতে চাই। ড্রাইভিংলাইসেন্সের আছে,কম্পিউটার জানাআছে

    Reply
  4. স্যার, আমি কি চাকরি করতে পারবো। আমি মাল্টিপারপাস এ ৮ বছর চাকরি করছি এখন চলমান আছে। আমার ডিগ্রি পাস রেজাল্ট চলমান আছে।

    Reply

Leave a Comment