একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়োগ ২০২৩ঃ দেশের ঔষধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং নেতৃস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিঃ-এ নিম্মোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
একমি ফার্মাসিউটিক্যাল নিয়োগ ২০২৩
প্রতিষ্ঠানের নাম | একমি ফার্মাসিউটিক্যাল |
পদের সংখ্যা | অনির্দিষ্ট জন |
বয়সসীমা | ১৮-৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এসএসসি |
চাকরির ধরন | বেসরকারি |
সরাসরি ইন্টারভিউ এর শেষ তারিখ | ১৪ সেপ্টেম্বর, ২০২৩ |
একমি ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি 2023
আবেদনের নিয়ম ও ঠিকানাঃ আগ্রহী ড্রাইভার প্রার্থীদেরকে আগামী ১৪-০৯-২০২৩ ইং তারিখের মধ্যে পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন, দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ কোর্ট-ডি-লা এক্মি, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

019235 08663 personal
ডাইভিং চাকরি করতে চাই
হেভি লাইসেন্স
স্যার আমার নাম রাহুল হোসেন পিতার নাম মোঃআনোয়ার হোসেন স্যার আমি এবার এসএসসি দেবো আচ্ছা আমি যে ফরম ফিলাপ করা হয়েছে সেই টাকা বন্দুক নাই আমার কাছে প্লিজ যদি একটা ছোট চাকরি দিতেন স্যার যার একদিন না খেয়ে যেতে হয় একদিন খেয়ে যেতে হয় একদিন না খেয়েও থাকতে হয় অনেক খুশি হতাম স্যার আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর স্যার আপনার শাহজাদপুরে যে আছে ওইখানে যদি একটা দিতেন চাকরি তাহলে ছাড়া অনেক খুশি হতাম জার্সির কোন চাকরি ছাড় আচ্ছা কারো কাছ ছাড়া কইতেও পারিনি তার লজ্জার কারণে স্যার প্লিজ স্যার একটু আমার বিষয়টা দেখবেন 😭😭
০১৭৪৯৩২৫৬১০