৮ম শ্রেণির ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট উত্তরঃ ৮ম শ্রেণির ৪র্থ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট এর প্রশ্ন এখানে দেয়া হল। অন্যান্য সকল বিষয়ের কাজ চলছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।
- শ্রেণি: ৮ম
- সপ্তাহঃ ৪র্থ
- বিষয়: বিজ্ঞান
- এসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ কেস স্টাডি
৮ম শ্রেণির ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট
চিংড়ি, মৌমাছি, ফিতা কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল প্রাণীগুলো থেকে যে কোনো ৮টির পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে নিচে একটি ছক তৈরি করা হলঃ
- ১) চিংড়ি
- ২) মৌমাছি
- ৩) ফিতা কৃমি
- ৪) সাপ
- ৫) কাক
- ৬) তারা মাছ
- ৭) ঝিনুক
- ৮) রুই মাছ
- ৯) বিড়াল
- ১০) হাইড্রা
সকল প্রকারের বিস্তারিত বৈশিষ্ট্যসহ আলোচনা করা হলঃ
- ১। মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও আ্যান্টেনা থাকে।
- ২। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্বযুক্ত উপাংগ বিদ্যমান।
- ৩। নরম দেহ কাইটিন শক্ত আবরণী দ্বারা আবৃত।
- ৪। দেহের রক্তপূর্ণ গহবর হিমোসিল নামে পরিচিত।
- ১। মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও আ্যান্টেনা থাকে।
- ২। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাল্গ বিদ্যমান।
- ৩। নরম দেহ কাইটিন শক্ত আবরণী দ্বারা আবৃত।
- ৪। দেহের রক্তপূর্ণ গহবর হিমোসিল নামে পরিচিত।
- ১। দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ।
- ২। এরা বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী।
- ৩। দেহে চোষক ও আংটা থাকে।
- ৪। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে।
- ৫। পৌস্টিক তন্ত্র অসম্পূর্ন বা অনুপস্থিত।
- ১। বুকে ভর করে চলে।
- ২। ত্বক শুভ্র ও আঁশযুক্ত।
- ৩। চারপায়েই পাঁচটি করে নখর যুক্ত আঙ্গুল আছে।
- ১। দেহ পালকে আবৃত।
- ২। দুটি ডানা, দুটি পা ও একটি চক্ষু আছে।
- ৩। এরা উষ্ণ রক্তের প্রাণী।
- ৪। হাড় শক্ত ও হালকা।
- ১। তারামাছ এক প্রকার সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণী।
- ২। এদের দেহে একটি কেন্দ্রীয় চাকতি এবং এর সাথে সংযুক্ত পাঁচটি বাহু থাকে।
- ৩। অখগ্য়িত দেহের বহির্ভাগ চুন নির্মিত স্পাইন ও অসিকলে আবৃত।
- ৪। নির্দিষ্ট শ্বসন অঙ্গ ও রেচন অঙ্গ অনুপস্থিত।
- ১। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে৷
- ২। পেশীবহুল পা দিয়ে এরা চলাচল করে।
- ৩। ফুসফুস বা ফুলকার সাহায্যে স্বাসকার্য চালায়।
- ১। অধিকাংশই স্থাদু পানির মাছ।
- ২। মাথার দুই পাশে ৪ জোড়া ফুলকা থাকে।
- ৩। ফুলকা গুলো কানকো দিয়ে ঢাকা থাকে।
- ৪। ফুলকার সাহায্যে শ্বাস কার্য চালায়।
- ১। দেহ লোমে আবৃত।
- ২। স্তন্যপায়ী প্রাণিরা সন্তান প্রসব করে।
- ৩। উষ্ণ রক্তের প্রাণি।
- ৪। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।
- ৫। শিশুরা মাতৃদুগ্ধ পান করে।
- ৬। হৃদপিন্ড চার প্রকোষ্ট বিশিষ্ট।
- ১। হাইড্রার দেহ নলাকার, অরীয় প্রতিসম।
- ২। এরা দ্বিস্তরীয় প্রাণী।
- ৩। এরা আসিলোমেট অর্থাৎ দেহগহ্বর বা সিলোম এখানে অনুপস্থিত।
- ৪। সংবহনতন্র স্বসনতন্ত্র ও রেচনতন্ত্র অনুপস্থিত।
এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করে। এদের বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করে। এদের বহু প্রাণী স্থলে স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে।
এই পর্বের বহু প্রজাতির বহিঃপরজীবী, অন্তঃপরজীবী হিসেবে অন্য জীব দেহের বাইরে বা ভিতরে বসবাস করে। এ পর্বের কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এ পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও স্যাতস্যাঁতে মাটিতে বাস করে। এরা বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী, খেচর ইত্যাদি হয়ে থাকে
এদের প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। স্বাদু পানি, সমুদ্র ইত্যাদি। এরা স্থলে বসবাস করে। এদের পাওয়া যায় নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে।
নিয়মিত এসাইনমেন্ট পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন