বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ অস্থায়ী ভিত্তিতে খন্ডকালীন মেডিকেল অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিঃ, মোবারকগঞ্জ সুগার মিলস্ লিঃ এবং জিলবাংলা সুগার মিলস্ লিঃ এ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একজন করে খন্ডকালীন চিকিৎসক নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদন ফিঃ আবেদনপত্রের সাথে ৬০০/- (ছয়শত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, চিনিশিল্প ভবন, ৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০-এর অনুকূলে সংযুক্তপূর্বক নিম্নবর্ণিত তথ্য সম্বলিত আবেদনপত্র পেশ করতে হবে।
আবেদনের ঠিকানাঃ চিফ অব পার্সোনেল, মানবসম্পদ বিভাগ, বিএসএফআইসি, চিনিশিল্প ভবন, ৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ -এর বরাবর আবেদনপত্র আগামী ০৫-১০-২০২৩ তারিখ অফিস সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।