পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৩ টি

👥 পদের সংখ্যা: ১৯ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৫

১৯তি পদে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি’র “এভিয়েশন বিভাগে” নিম্নলিখিত পদসমূহে স্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://pocl.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না।

চাকরির ধরণসরকারি চাকরি
জেলাসকল জেলা
সংস্থাপদ্মা অয়েল কোম্পানি লিমিটেড
পদের সংখ্যা১৯ জন
বয়স১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি/৮ম
আবেদনের শেষ তারিখ০৮ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৫

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
i. Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১৭-০৮-২০২৫ ইং
ii. Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ০৮-০৯-২০২৫ ইং

আবেদনের ঠিকানাঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে http://pocl.teletalk.com.bd-এ আবেদনপত্র পূরণ করতে হবে।

e0a6aae0a6a6e0a78de0a6aee0a6be e0a685e0a6afe0a6bce0a787e0a6b2 e0a695e0a78be0a6aee0a78de0a6aae0a6bee0a6a8e0a6bf e0a6b2e0a6bfe0a6aee0a6bfe0a69fe0a787e0a6a1 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

Online -এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit কারী প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন।

উক্ত Applicant’s Copy কালার প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল পদের জন্য ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।

১ম SMS: POCL <space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
২য় SMS: POCL <space> Yes <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।’

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল (https://alljobs.teletalk.com.bd) ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pocl.teletalk.com.bd-এ অথবা পিওসিএল’র www.pocl.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online এ আবেদনের ক্ষেত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র download পূর্বক কালার প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

শুধু Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন-

i) User ID জানা থাকলে POCL<space>Help<space> User <space>User ID & Send to 16222.
Example: POCL Help User ABCDEF & send to 16222.

ii) PIN Number জানা থাকলে POCL<space>Help<space> PIN <space> PIN No & Send to 16222.
Example: POCL Help PIN 12345678 & send to 16222.

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা www.pocl.gov.bd-এর ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।

Leave a Comment