জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা-এর ১২ গ্রেড থেকে ২০ গ্রেডের কর্মচারীর নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন (online) http://nimhr.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানজাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের সংখ্যা১৫ জন
বয়স১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক-স্নাতক
আবেদনের শেষ তারিখ২০ মে, ২০২৫
আবেদনের মাধ্যমঅনলাইনে

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি

শূণ্যপদঃ নিচে দেখুন
পদ সংখ্যাঃ ১৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি থেকে স্নাতক পাশ
বেতন স্কেলঃ গ্রেড অনুযায়ী

আবেদনের শেষ তারিখঃ ২০-০৫-২০২৫ ইং

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল

নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে

০১। ০১/০৪/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

০২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ০২ ও ০৪ নং ক্রমিকের শূন্য পদ পূরণে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯”, ক্রমিক নং-০১, ০৩, ০৫, ০৬ ও ০৮ এর শূন্য পদসমূহ পূরণে “বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮” ও ক্রমিক নং ০৭ এর শূন্য পদ পূরণে “সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১১” এবং ক্রমিক নং ৯ এর শূন্য পদ পূরণে “মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণ করা হবে।

এছাড়াও নিয়োগসংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/ আদেশ/নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

০৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবদেন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবদেন ফরম পূরণের সময় Departmental Candidate-এর ঘরে টিক (V) চিহ্ন দিতে হবে।

অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

৫। চাকুরির আবেদন ফরমে (Applicant Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ২ ও ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ১, ৩, ৫, ৬, ৭, ৮, ও ৯ নং নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন ।

০৬। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant Form, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে।

এছাড়া এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষার কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

০৭। আবেদনকারী বীরমুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর পুত্র-কন্যা হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ বা মূল সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

০৮। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।

Leave a Comment