📁 পদ ক্যাটাগরি: ১০ টি
👥 পদের সংখ্যা: ২৭+৪=৩১ জন
⏰ আবেদনের সময় বাকি: ৮ দিন
📅 আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৫
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৫ প্রকাশ করেছে। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | নেত্রকোণা বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | https://neu.ac.bd |
| পদের সংখ্যা | ৩১ জন |
| বয়স | ১৮-৪০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক/স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ১৯ নভেম্বর, ২০২৫ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৫
এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) শীর্ষক প্রকল্পের কম্পোনেন্ট ২.২ এর আওতার Window-3a-এর অন্তর্ভুক্ত নির্বাচিত ৩ বছর মেয়াদী “A Study of Intersectionality of Disability with Gender, Religion, Ethnicity, and Tea Garden Labours with Special Reference to the Samples from Netrokona and Sylhet Region, Bangladesh” শীর্ষক উপ-প্রকল্পের মেয়াদকালীন সময় পর্যন্ত নিম্নেবর্ণিত শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।
আবেদনের ঠিকানাঃ আবেদন শুরুর তারিখ ৩০ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ। আবেদনপত্র আগামী ১৯-১১-২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫.০০টার মধ্যে রেজিস্ট্রার দপ্তর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা-২৪০০ ঠিকানায় পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না।

