📁 পদ ক্যাটাগরি: ১ টি
👥 পদের সংখ্যা: ২ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৫
বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ ২০২৫ প্রকাশ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ (বিআরসিপি-১) এর আরটিএপিপিভুক্ত নিচে লিখিত শূণ্য পদে প্রকল্পের মেয়াদকালীন সময়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| চাকরি দাতা প্রতিষ্ঠান | বাণিজ্য মন্ত্রণালয় |
| সাইট | https://mincom.gov.bd |
| পদের সংখ্যা | ০২ জন |
| বয়সসীমা | ১৮-৬২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ ২০২৫
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগ এবং অধঃস্তন/নিম্ন আদালতসহ প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালে দায়েরকৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট মামলাসমূহ সরকারের স্বার্থ রক্ষার্থে প্রতিদ্বন্দ্বিতা, তদারকি, পরিচালনা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে চুক্তিভিত্তিক ০২ (দুই) জন প্যানেল আইনজীবী নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী আইনজীবীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনের ঠিকানাঃ অতিরিক্ত সচিব (প্রশাসন), বাণিজ্য মন্ত্রণালয়, ভবন নং-০৩ (২য় তলা, কক্ষ নং-১২৫), বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর

Asalamialaikum sir amr akta chakru khub dorkar
Hi
01764391775
চাকরি???? হাহ্ আমাদের কপালে চাকরি কেমনে থাকবে?? প্রথমেই যদি ডিপ্লোমার কথা শুনি????তাহলে কেনো এস এস সি আর এইচ এস সি হলো??
ডায়রেক্ট ডিপ্লোমা হতে পারলো না???