📁 পদ ক্যাটাগরি: ১৪ টি
👥 পদের সংখ্যা: ২০ জন
⏰ আবেদনের সময় বাকি: ৩১ দিন
📅 আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৫
২০টি পদে খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ। খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা) এর আওতাধীন রাজস্বখাতখভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| নিয়োগ দাতা প্রতিষ্ঠান | খুলনা ওয়াসা |
| ওয়েবসাইট | https://kwasa.gov.bd |
| পদের সংখ্যা | ২০ জন |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক/স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ১৫ ডিসেম্বর, ২০২৫ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে |
খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
নির্ধারিত ফর্ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সম্বলিত ০১ পাতার আবেদন ফর্ম স্বহস্তে পূরণ ও স্বাক্ষর করে আগামী ১৫/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, খুলনা ওয়াসা ভবন, ৭নং রুজভেল্ট জেটি ঘাট রোড (জোড়াগেট নিকটবর্তী), খালিশপুর, খুলনা এর বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের নমুনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.mopa.gov.bd) হতে ডাউনলোড করা যাবে।
