এইচএসসি শিক্ষা বৃত্তি ২০২০-২০২১ঃ ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণবৃত্তি প্রদানের জন্য এইচএসসি শিক্ষা বৃত্তি ২০২১ প্রকাশ হয়েছে।
এইচএসসি শিক্ষা বৃত্তি ২০২০-২০২১
২০২০ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য দেশের ৯টি শিক্ষবোর্ড হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং মোতাবেক বৃত্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পুনঃনির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে উল্লিখিত শর্ত মোতাবেক বোর্ডভিত্তিক বৃত্তির কোটা বন্টন করা হলো।
এইচএসসি পরীক্ষা ২০২০- মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য সংখ্যা দেয়া হল।
শিক্ষা বোর্ডের নাম | মেধাবৃত্তি | সাধারণ বৃত্তি | বৃত্তি প্রাপ্তদের তালিকা |
ঢাকা | ৪২৭ | ২৭০০ | ঢাকা বোর্ড |
ময়মনসিংহ | ৭২ | ৬৫৯ | ময়মনসিংহ বোর্ড |
রাজশাহী | ১৯৪ | ১২৬২ | রাজশাহী বোর্ড |
কুমিল্লা | ৬৯ | ৮৯৬ | কুমিল্লা বোর্ড |
সিলেট | ৩১ | ৫৯২ | সিলেট বোর্ড |
বরিশাল | ৪১ | ৫৭০ | বরিশাল বোর্ড |
যশোর | ৯৪ | ১০০২ | যশোর বোর্ড |
চট্টগ্রাম | ৮৬ | ৭২৯ | চট্টগ্রাম বোর্ড |
দিনাজপুর | ১১১ | ৯৬৬ | দিনাজপুর বোর্ড |
- মেধাবৃত্তির হারঃ মাসিক ৮২৫ টাকা
- সাধারণ বৃত্তির হারঃ মাসিক ৩৭৫ টাকা
এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০
উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , ঢাকা এর ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে তালিকাভূক্ত শিক্ষার্থীদের “মেধাবৃত্তি” ও “সাধারণবৃত্তি” প্রদান করা হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তি তালিকা প্রণয়ন করা হয়েছে।
১। এ বৃত্তি প্রদানের সময় বর্ণিত নিয়ম ও নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে। সংশিষ্ট ছাত্র/ছাত্রীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এ বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ আপাত নির্ধারিত। প্রয়োজনবোধে সরকার কোন কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।
২। বাংলাদেশের অভ্যন্তরে অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃত্তি কার্যকর হবে। অনুমোদন প্রাপ্ত নয় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃত্তি কোনক্রমেই কার্যকর হবে না। কারণ সরকারি আইন অনুযায়ী অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য নয় এবং অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকাল পাঠ বিরতি হিসেবে গণ্য হবে।
৩। সকল বৃত্তিই কেবল নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে এবং নীতিমালার অন্যান্য শর্ত মোতবেক প্রদান করা হবে। কোন ভাবেই অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না।
বোর্ড ভিত্তিক ফলাফল
ঢাকা শিক্ষা বোর্ডে মেধাবৃত্তিতে ৪২৭ জন ও সাধারণ বৃত্তিতে ২৭০০ জনের তালিকা করা হয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মেধাবৃত্তিতে ৭২ জন ও সাধারণ বৃত্তিতে ৬৫৯ জনের তালিকা করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডে মেধাবৃত্তিতে ৬৯ জন ও সাধারণ বৃত্তিতে ৮৯৬ জনের তালিকা করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডে মেধাবৃত্তিতে ৩১ জন ও সাধারণ বৃত্তিতে ৫৯২ জনের তালিকা করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডে মেধাবৃত্তিতে ৪১ জন ও সাধারণ বৃত্তিতে ৫৭০ জনের তালিকা করা হয়েছে।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ এ যুক্ত হতে পারেন