গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 🔥হট জব

📁 পদ ক্যাটাগরি: ৩৪ টি

👥 পদের সংখ্যা: ১১৪ জন

আবেদনের সময় বাকি: ২০ দিন

📅 আবেদনের শেষ সময়: ০৩ ডিসেম্বর ২০২৫

১১৪টি পদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫ প্রকাশ। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নে বর্ণিত রাজস্বখাতভুক্ত অস্থায়ী শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিমিত্ত আগ্রহী-প্রার্থীদের নিকট থেকে নিচের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং শর্ত ও নিয়মাবলি অনুসারে অনলাইনে (http://gda.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানগাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
ওয়েবসাইটhttps://gda.portal.gov.bd
পদের সংখ্যা১১৪ জন
বয়স১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা৮ম-স্নাতক
আবেদনের শেষ তারিখ০৩ ডিসেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইনে

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫

আবেদনের সময়সীমা নিম্নরূপ
Online-এ আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩/ ১১/ ২০২৫ খ্রি. সকাল ১০.০০ টা;
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৩/১২/২০২৫ খ্রি. বিকাল ০৫.০০ টা;

আবেদনপত্র পূরণ ও ফি জমা সংক্রান্ত নিয়মাবলিঃ
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://gda.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করবেন।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ১৬ এর জন্য পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা।

ক্রমিক নং ১৭ হতে ১৯ এর জন্য পরীক্ষার ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা ও ক্রমিক নং ২০ হতে ৩০ এবং ৩৪ এর জন্য পরীক্ষার ফি ১০০/- (একশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা।

ক্রমিক নং ৩১ হতে ৩৩ এর জন্য পরীক্ষার ফি ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা (অফেরৎযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে, সকল গ্রেডের পদের ক্ষেত্রে (অনগ্রসর নাগরিক) প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

Leave a Comment