ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ইন্টার্ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১ টি

👥 পদের সংখ্যা: অনির্দিষ্ট জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৫

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ইন্টার্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) জনস্বার্থ সংস্থাসমূহের ফাইনান্সিয়াল রিপোর্টিং ও নিরীক্ষা পেশার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহীতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিতকরণের উদ্দেশ্যে ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন-এর মাধ্যমে প্রতিষ্ঠিত একটি নিয়ন্ত্রণকারী সংস্থা। পাঠ্যপুস্তকের জ্ঞানের সাথে কর্মক্ষেত্রের ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে যুগোপযোগী ও অভিজ্ঞ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে এফআরসি-র বিভিন্ন কর্ম বিভাগে ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীগণ হতে আবেদন আহবান করা হচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল
সাইটhttps://frc.gov.bd
পদের সংখ্যাঅনির্দিষ্ট
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক ডিগ্রি
আবেদনের শেষ তারিখ১৫ অক্টোবর, ২০২৫
আবেদনের মাধ্যমঅনলাইনে

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ ২০২৫

প্রার্থীগণ সংযুক্ত লিংক (Application Form) ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে Curriculum Vitae (CV) সংযুক্তকরণ পূর্বক আবেদন করতে পারবেন।

financial reporting counci job circular 2025 01
financial reporting counci job circular 2025 02

Leave a Comment