৩০০ পদে বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশন” রেজিঃ নং এস-৯৫২৯ এর কার্যক্রম বগুড়া জেলাসহ বিভিন্ন জেলায় সম্প্রসারন করার লক্ষ্যে এ্যাজমা হেলথ কেয়ার এন্ড প্রিভেনশন “কর্মসূচীর আওতায় ইউনিয়ন হেলথ অর্গানাইজার পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহবান করা হলো।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশন |
শূণ্যপদ | ইউনিয়ন হেলথ অরগানাইজার |
পদের সংখ্যা | ৩০০ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/সমমান |
আবেদনের শেষ তারিখ | ০৭ এপ্রিল, ২০২২ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নং সহ, ৩ কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও এনআইডির ফটোকপি সহ বরাবর, পরিচালক, মানব সম্পদ বিভাগ, বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশন, গোদারপাড়া বাজার, সান্তাহার রোড, চারমাথা, বগুড়া-৫৮০০ ঠিকানায় দরখাস্ত আহবান করা হলো।
সূত্রঃ বিডিজবসডটকম
নিয়মিত চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন