২৫৫টি পদে সম্প্রতি পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়-এ নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেল, উত্তরাঞ্চল, রাজশাহীতে “বাংলাদেশ পোস্ট অফিস (গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা অনুসরণে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্থ বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
চাকরি দাতা সংস্থা | পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় |
পদের সংখ্যা | ২৫৫ জন |
বয়সসীমা | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ০৯ মার্চ, ২০২৫ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
আরো পড়ুন- সকল পোস্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি
পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ ২০২৫
শূণ্যপদঃ নিচে দেখুন
পদসংখ্যাঃ ২৫৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনী পাশ হতে অনার্স পাশ
বেতন স্কেলঃ গ্রেড-১৫ থেকে গ্রেড-২০ পর্যন্ত
আবেদনের ঠিকানাঃ http://pmgmc.teletalk.com.bd

আরো দেখুন-
- রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদ- ১৬৬৫টিHot
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫০টি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫৫টি
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৪২৪টিHot
আবেদনের শর্তাবলী
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ২৫-০৩-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ ও ৩২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা/প্রতিবন্ধ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা ৩২ বছর।
কিন্তু মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যাদের (নাতি-নাতনিদের) বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেডিট গ্রহণযোগ্য হবে না।
০১ হতে ০৮ নং ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য রাজশাহী ও রংপুর প্রশাসনিক বিভাগের সকল ১৬টি জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী অধিবাসীগণ আবেদন করতে পারবেন।
০১ হতে ০৮ নং ক্রমিকে বর্ণিত পদসমূহে নিয়োগ লাভের জন্য যোগ্য প্রার্থীগণকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ. করতে হবে।
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা আবেদনের যে কোন পর্যায়ে বাতিল করা হবে ভুল/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের সূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
MD PAPUL MIA.
Name – Muskan sk
Vill-Karpur danga
P.o- Begpur
P.s- kalna
Dist-purba bardhaman
I am HS pass students &1year graduation educated