৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট সকল বিষয়ঃ ৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের এসাইনমেন্ট এর প্রশ্ন এখানে দেয়া হল। বাকি সাবজেক্টের প্রশ্ন গুলো খুব শীঘ্রই পাবেন বলে আশা করা যায়।
- শ্রেণি: ৭ম
- সপ্তাহঃ ৪র্থ
- বিষয়ঃ বিজ্ঞান
- এসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ উদ্দীপকে উল্লেখিত দ্রাবক গুলোর মধ্যে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন?
৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট
মৌলিক পদার্থ যে পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করে দুই বা ততোধিক ভিন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমনঃ হাইড্রোজেন, অক্সিজেন ,কার্বন, আয়রন ইত্যাদি।
উদ্দীপকে উল্লেখিত দ্রাবকণুলোর মধ্যে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয়। নিচে আমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখানো হলোঃ
যেসব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে দ্রাবক বলে। আর কোনো পদার্থ যদি অজৈব ও জৈব সকল প্রকৃতিক পদার্থকে দ্রবীভূত করে তাকে সার্বজনীন দ্রাবক বলা হয় ।পানি একটি অজৈব যৌগ। পানিতে ধনাত্মক-ঋণাত্মক প্রান্ত অর্থাৎ পোলারিটি রয়েছে। পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যৌগ সমূহকে দ্রবীভূত করতে পারে। ফলে বেশিভাগ অজৈব যৌগ পানিতে দ্রবীভৃত হয়।
তাছাড়া যেসব জৈব যৌগ পোলারটি রয়েছে এরাও সহজে পানিতে দ্রবীভূত হয়। এছাড়া পানি নিজেই সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও অনেক সমযোজী যৌগকেও দ্রুবীভূত করতে সক্ষম (যেমনঃ এলকোহল), এই বৈশিষ্ট্য অন্য পদার্থের মধ্যে দেখা যায় না। পানি জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয়।
মৌলিক পদার্থে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো বস্তুতে রূপান্তরিত করা যায় না। আবার,যৌগিক পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষন করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। চিনিকে রাসায়নিকভাবে বিশ্রেষণ করলে C,H,O মৌলিক পদার্থ পাওয়া যায়। সুতরাং চিনি একটি যৌগিক পদার্থ।
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্যঃ
- অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা
- পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না
- তবে কোনো কোনো মৌলিক পদার্থের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে
- অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশখহণ করে না
- রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহনের পূর্বে অনু পরমাণুতে পরিণত হয়
- পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
- অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায়
- পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর আস্থিত থাকে না
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন