GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ – গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১ঃ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে GST (General Science and Technology) ভর্তি পদ্ধতির আওতায় ২০ টি সরকারি বিশ্ববিদ্যালয় (বিশ্ববিদ্যালয়সমূহের নাম)-য়ে প্রথম বর্ষে ভর্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহনপূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ভর্তির সুযোগ পাবে। প্রত্যেক শিক্ষার্থীকে তার এইচএসসি/সমমান পরীক্ষার বিভাগ (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) সংশ্লিষ্ট একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দুটি পর্যায়ে আবেদন করতে হবে-
গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২১
- (১) প্রাথমিক আবেদন
- (২) চুড়ান্ত আবেদন (প্রাথমিক আবেদনের ভিত্তিতে চুড়ান্ত আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হলে)।
করোনা সংক্রমণের জন্য লকডাউন থাকায় প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখে নিন।
প্রাথমিক আবেদন
২০১৬ হতে ২০১৮ সালের এসএসসি/সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন করতে পারবে । মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে A, B ও C ইউনিটে আবেদন করতে পারবে। প্রাথমিক আবেদনের যোগ্যতা নিম্নরূপঃ
এ ইউনিট – মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যুনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে। সাধারন শিক্ষাবোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গাহৃস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
বি ইউনিট – বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যুনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। সাধারন শিক্ষাবোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
সি ইউনিট – বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যুনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে। সাধারন শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখাসহ ভোকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে। তবে সরাসরি আবেদনের মাধ্যমে সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদিত হতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্নপত্র প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চুড়ান্ত আবেদনের সময় তা অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রাথমিক আবেদন পদ্ধতির বিস্তারিত যথাসময়ে GST Admission Test -এর ওয়েবসাই-এ প্রকাশ করা হবে।
চুড়ান্ত আবেদন
প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিটি ইউনিটে চুড়ান্ত আবেদনের জন্য শিক্ষার্থী নির্বাচিত হবে।
চুড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীদের ৩১টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে নূন্যতম ৫টি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে হবে। এইচএসসি/সমমান কোর্সের শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পাসের বছরসহ সংশ্লিষ্ট বিষয়াদি বিবেচনাপূর্বক নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি কেন্দ্র-নির্ধারনি স্কোর (সর্বোচ্চ ১০০) প্রস্তুত করা হবে।
- ১। স্কুল/কলেজের অবস্থান (কেন্দ্র হতে দূরত্ব): ৪০ (সর্বোচ্চ)
- ২। প্রাপ্ত নম্বর (HSC+SSC): ৪০ (সর্বোচ্চ)
- ৩। পাশের বছর (২০১৯ – ০৫, ২০২০ – ১০): ১০ (সর্বোচ্চ)
- ৪। ছেলে/মেয়ে (ছেলে – ০৫; মেয়ে – ১০): ১০ (সর্বোচ্চ) প্রাপ্ত স্কোর ও কেন্দ্রের পছন্দ ক্রমের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নির্ধারন করা হবে। নির্ধারিত পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নাই।
আরো দেখুন-
- আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি ২০২১
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
ভর্তি পরীক্ষা ও ফলাফল
প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। প্রতিটি ইউনিটে ১ ঘন্টা ৩০ মিনিটে ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোন ইউনিট (A/B/C)-এর পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত শর্তসাপেক্ষে অন্যান্য ইউনিট সংশ্লিষ্ট বিষয়সমূহে ভর্তির জন্য বিবেচিত হবে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ নিম্ন বিজ্ঞপ্তিতে দেখুন।
A ইউনিট – মানবিক/আর্টস বিভাগ | ১৯ জুন, ২০২১ |
B ইউনিট – ব্যবসায় শিক্ষা/কমার্স বিভাগ | ২৬ জুন, ২০২১ |
C ইউনিট – বিজ্ঞান/সায়েন্স বিভাগ | ৩ জুলাই, ২০২১ |
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- প্রাথমিক আবেদনঃ ০১-০৪-২০২১ হতে ১৫-০৪-২০২১
- প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশঃ ২৩-০৪-২০২১
- চুড়ান্ত আবেদনঃ ২৪-০৪-২০২১ হতে ২০-০৫-২০২১
- প্রবেশপত্র ডাউনলোডঃ ০১-০৬-২০২১ হতে ১০-০৬-২০২১
প্রতিটি ইউনিটের পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করে GST Admission Test -এর ওয়েবসাইট -এ প্রকাশ করা হবে। GST-এর প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের শর্ত উল্লেখসহ দরখাস্ত আহবান করবে। শুধুমাত্র GST ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। ইউনিট ভিত্তিক মেধাক্রম অনুসারে বিশ্ববিদ্যালয়গুলো নিজ ব্যবস্থাপনায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার
GST ভর্তি গুচ্ছ পরীক্ষা ২০২১ এর বিশ্ববিদ্যালয়ের তালিকা
সাধারণ বিশ্ববিদ্যালয়
- ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
- ২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
- ৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
- ৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
- ৫. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
- ৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ
- ৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয্ কুমিল্লা
- ৮. খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
- ৯. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুস্টিয়া
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
- ১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
- ১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, গাজীপুর
- ১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
- ১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
- ২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
আপনার ওয়েবসাইট দেখা যাচ্ছে (সি ইউনিট মানে বিজ্ঞান বিভাগ) আর ক্রুমি এপ্স ডুকে দেখলাম (এ ইউনিট মানে বিজ্ঞান বিভাগ)এভাবে মানুষকে বিভ্রান্ত করাটা ঠিক না।সঠিক ইউনিট কোনটা সেটা দিলে খুব ভালো হয়।খুব উপকার হবে।ধন্যবাদ
পোস্টের নিচে অফিসিয়াল সার্কুলার আছে, মিলিয়ে নিন