৪৬তম বিসিএস সার্কুলারঃ ৪৬ তম বিসিএস সার্কুলার কবে হবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, অবশেষে ৪৬তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বি.সি.এস.পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো।
৪৬তম বিসিএস সার্কুলার
অনলাইনে ৪৬তম বি.সি.এস. পরীক্ষা -২০২৩ এর আবেদনপত্র (BPSC Form-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়ঃ-
- আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০-১২-২০২৩ তারিখ, সকাল ১০ মিনিট;
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১-১২-২০২৩ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সন্ধ্যা ৬:০০ মিনিটের মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ০৩.০১.২০২৪ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত), সময়ের মধ্যে (বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
Applicant’s Copy- তে বর্ণিত সময় অনুযায়ী (অর্থাৎ ৭২ ঘন্টা) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমা দানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেয়া হলো।
৪৬তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন-