বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা এর জন্য নিচে বর্ণিত শর্তাবলিতে চুক্তিভিত্তিক আইন উপদেষ্টা (সার্বক্ষণিক) নিয়োগের নিমিত্ত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। চুক্তির মেয়াদকাল ২ (দুই) বছর । কাজের অন্তুষ্টি সাপেক্ষে ব্যাংকের প্রয়োজনে চুক্তির মেয়াদ বর্ধিত করা হবে। নিম্নোক্ত মাসিক সম্মানী ব্যতীত অতিরিক্ত কোন আর্থিক সুবিধাদি প্রদান করা হবে না।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং জীবন বৃত্তান্তসহ আবেদন উপমহাব্যবস্থাক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ এই ঠিকানায় আগামী ১৯-০১-২০২৩ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবেনা।
নামঃঅনন্ত দেবনাথ
গ্রামঃশংকর সেনা
পোষ্ট ঃজানা উড়া বাজার
থানাঃশ্রীমঙ্গল
জিলাঃ মৌলভীবাজার
বিভাগঃ সিলেট/বাংলাদেশ
নামঃ অনন্ত দেবনাথ
গ্রামঃশংকর সেনা
পোষ্টঃজানাউড়া বাজার
থানাঃশ্রীমঙ্গল
জেলাঃমৌলভীবাজার
বিভাগঃসিলেট/ বাংলাদেশ
শিক্ষাগত জগ্যতাঃ৮ ম শ্রেণী পাস
বয়সঃ৩৬ বছর