৪৮টি পদে বাংলাদেশ চা বোর্ড-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত কাশিপুর চা বাগানের নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | বাংলাদেশ চা বোর্ড |
সাইট | http://www.teaboard.gov.bd |
শূণ্যপদ | ৪৮টি |
বয়সসীমা | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | জেএসসি-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৩ জানুয়ারি, ২০২৫ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
বাংলাদেশ চা বোর্ড নিয়োগ ২০২৪
পদের নামঃ বিজ্ঞপ্তি দেখুন
পদের সংখ্যাঃ ৪৮ জন
যোগ্যতাঃ ৮ম শ্রেণী/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক/ডিপ্লোমা
বেতনঃ বিজ্ঞপ্তি দেখুন
আবেদনের নিয়ম ও ঠিকানাঃ বৈধ কাগজপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবিসহ আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ডকে সম্বোধন করে আগামী ২৩/০১/২০২৫ তারিখ এর মধ্যে অফিস চলাকালীন দাখিল করতে হবে। উক্ত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।


Satkhira. Khulna. Bangladesh
স্যার/মেডাম,আমি এসএসসি পাশকরেছি এখন বেকার আছি একটা চাকুরি প্রয়োজন আমার।
Hsc Complete 2021.
Result: 3.83
Profession: Computer expert.
Ami job ta korte chai kothay apply link
এই মহুর্তে আমার একটা চাকরি খুব দরকার।
Hsc complete
Hsc complete
Basic computer complete
assalamolaikum আমি এসএসসি পাস আমি প্লাম্বার এর কাজ করতে ইচ্ছুক এবং আমার আলাদা এর প্রতি অভিজ্ঞতা আছে তবে সার্টিফিকেট নেই।
বিশ্বাস রাখেন আমি এই কাজ জানি এবং বুঝি আশা করি আমাকে কাজ টা দিলে খুব সুন্দর ভাবে করতে পারবো ইনশাআল্লাহ।
০১৯৭০৭০৯৮৮১
আমি এসএসসি পাস করে এখন বেকার বসে আছি বাড়িতে আমি খুবই হত দরিদ্র একটা পরিবারের সদস্য আমি চাকরিটা পেলেও খুবই উপকৃত হতাম
আমি SSC পাশ করছি ২০২০ এ। আমার বিশেষ কোন অভিজ্ঞতা নেই। তবে online সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে। ঘরে বসে কাজ করা যাবে এমন কোন কাজ থাকলে জানাবেন
যোগাযোগঃ ০১৭৪১৯০৯১৯৩