৪৯তম বিসিএস সার্কুলার ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৩৬ টি

👥 পদের সংখ্যা: ৬৮৩ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৫

৬৮৩টি পদে এবারের ৪৯তম বিসিএস সার্কুলার প্রকাশ। বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নোক্ত শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
নিয়োগ দাতা সংস্থাবাংলাদেশ সরকারী কর্ম কমিশন
ওয়েবসাইটhttps://bpsc.gov.bd
পদের সংখ্যা৬৮৩ জন
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ২২ আগস্ট, ২০২৫
আবেদন করতে হবেটেলিটক অনলাইন

৪৯তম বিসিএস সার্কুলার

অনলাইনে ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র (BPSC Form-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়-

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়:- ২২.০৭.২০২৫খ্রি. তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় দুপুর ১২.০০ মিনিট। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়:- ২২.০৮.২০২৫ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ মিনিট।

49 bcs circular 2025 page 0001
49 bcs circular 2025 page 0002
49 bcs circular 2025 page 0003
49 bcs circular 2025 page 0004
49 bcs circular 2025 page 0005
49 bcs circular 2025 page 0006
49 bcs circular 2025 page 0007
49 bcs circular 2025 page 0008
49 bcs circular 2025 page 0009
49 bcs circular 2025 page 0010
49 bcs circular 2025 page 0011
৪৯তম বিসিএস সার্কুলার

৪৯তম বিসিএস সার্কুলার এর বিশেষ নির্দেশনা

নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের বর্ণিত পদের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিকে বিজ্ঞাপিত বি.সি.এস. ক্যাডার পদসমূহের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে প্রার্থীকে সে মর্মে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant’s Copy) এর সাথে জমা দিতে হবে।

ইকুইভ্যালেন্স সনদের জন্য শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হলো। একইভাবে ভিন্ন নামের কোন ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। সত্যায়িত কপি জমা দেয়ার পাশাপাশি, উক্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না;

অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোন প্রার্থী এমন কোন পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ঐ পরীক্ষার ফলাফল ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র জমা দেয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ 18.08.202৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

অনুচ্ছেদ ২.৩ এ বর্ণিত সময় অনুযায়ী (যা Applicant’s Copy-তে উল্লেখ করা থাকবে) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রার্থীদের আবেদন করতে পরামর্শ দেয়া হচ্ছে।

Leave a Comment