বেসরকারী উন্নয়ন সংস্থা “প্রত্যাশী”তে নিয়োগ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা প্রত্যাশী’র কর্ম এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বি-বাড়িয়া, নারায়নগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে।
জেলা | উল্লেখিত জেলা |
চাকরির ধরণ | এনজিও চাকরি |
প্রতিষ্ঠান | প্রত্যাশী এনজিও |
পদের সংখ্যা | ৩টি পদে অসংখ্য |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
মৌখিক পরিক্ষার তারিখ | ২৯ ও ৩০ নভেম্বর, ২০২৪ |
প্রত্যাশী এনজিও নিয়োগ ২০২৪
বর্ণিত তারিখ মোতাবেক নিম্নোক্ত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, চেয়ারম্যান, সার্টিফিকেট ও জাতীয়তা সনদপত্রের কপি এবং সদ্য তোলা ৩ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবিসহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুরোধ করা গেল উপ-সহকারী পরিচালক (মানবসম্পদ), প্রত্যাশী, সৈয়দবাড়ী, ৯০৩/এ ওমর আলী মাতব্বর রোড, (বহদ্দার হাট, বহদ্দার বাড়ীর সন্নিকটে) চান্দগাঁও, চট্টগ্রাম- ৪২১২। প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজে অফিসের বাহিরে বিকাশে বা ব্যাংকে কাহারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করেনা।
চাকুরির শর্তাবলীঃ
১. অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
২. নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকার যে কোন শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৩. বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা ব্যতীত)
৪. (১-২) নং প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম (এমএসওয়ার্ড, এক্সেল, এক্সেস) চালনায় পারদর্শী হতে হবে।
৫. (১-২) নং পদের প্রার্থীদের মোটর সাইকেল (বৈধ লাইসেন্সসহ) চালনায় পারদর্শী হতে হবে।
৬. পুরুষ কর্মকর্তাদের সংস্থার নিজস্ব ডরমেটরীতে থাকতে হবে।
৭. নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে (ফেরৎযোগ্য) ১৫,০০০/- (২-৩ নং পদের জন্য), ২০,০০০/- (১নং পদের জন্য) টাকা জমা করতে হবে।
৮. নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য (সরকারী চাকুরীজীবি) জামিনদার দিতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন।
আমি আপনার অত্র প্রতিষ্ঠানে চাকরি করতে চাই অতএব আমার নাম :আকাশ চন্দ্র দাস :আমার জেলা :ফেনী জেলা থানা :সোনাগাজী পিতা:সুনীল চন্দ্র দাস মাতা:আলো রানী দাস গ্রাম : চর সাহাভী কারী
জনাব,
বিনীত নিবেদ এই যে আমি অত্র প্রতিষ্ঠানের চাকরি করতে চাই আপনাদের প্রতিষ্ঠানটা অনেক ভালো এবং দীর্ঘদিন যাবত এ প্রতিষ্ঠানটা আমি ফলো করতেছো অনেক ভালো এবং আমাকে যদি আপনার প্রতিষ্ঠানে একটা চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আমার পরিবার এবং আমার জন্য ভালো গ্রামের দরিদ্র মানুষদের জন্য সহযোগিতা করে আমি খুব গরিব ঘরের সন্তান এই যে আপনার কাছে আমরা একটা আকাঙ্ক্ষা থাকবে স্যার আমাকে আপনার এই জায়গায় চাকরি করতে ব্যবস্থা করে দেন।
ইতি,
আকাশ চন্দ্র দাস
আমার শিক্ষাগত যোগ্যতা :ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ২০২৪ এর শেষ করলাম