যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-DYD admission circular 2024: বছরের জন্য দেশের ১৮-৩৫ বছর বয়সি কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য “যুব উন্নয়ন অধিদপ্তর”-এর নিম্নবর্ণিত অনাবাসিক/আবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী যুবদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
প্রশিক্ষনের ধরন | সরকারি |
প্রতিষ্ঠান | যুব উন্নয়ন অধিদপ্তর |
অফিসিয়াল ওয়েবসাইট | http://dyd.gov.bd |
প্রশিক্ষণের পদ | ১৫টি |
বয়স-সীমা | ১৮-৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | জেএসসি-এইচএসসি |
আবেদনের শেষ তারিখ | ২৬/২৭ ডিসেম্বর, ২০২৩ |
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
১। কোর্স/ট্রেডের নামঃ নিচে দেখুন
মেয়াদঃ ৬ মাস/৩ মাস/১ মাস
কোর্স ফিঃ ৫০-১০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম): ৮ম-স্নাতক
কেন্দ্রঃ ৬৪ টি জেলা
সাক্ষাতকারের তারিখঃ বিজ্ঞপ্তি দেখুন
বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখঃ ২৬/২৭-১২-২০২৩ ইং
আরো বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিন
দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি
বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ২৫/১২/২০২৩ ইং এবং প্রশিক্ষণ শুরু ০১ জানুয়ারি, ২০২৪ ইং। বর্ণিত কোর্সে/ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছর এবং বেকার যুবক ও যুবনারী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে। স্বহস্থে পূরণকৃত আবেদন ফর্ম (০১) নাম (বাংলা ও ইংরেজী) (০২) পিতার নাম (০৩) মাতার নাম (বাংলা ও ইংরেজী) (০8) জন্ম তারিখ (০৫) বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স (০৬) জাতীয়তা পরিচয়পত্র শখব]])) নম্বর (যদি থাকে) অথবা জন্ম সনদপত্র, (০৭) বর্তমান ঠিকানা (০৮) স্থায়ী ঠিকানা (০৯) শিক্ষাগত যোগ্যতা (১০) ধর্ম (১১) জেন্ডার (১২) মোবাইল নম্বর (যদি থাকে) (১৩) বিকল্প যোগাযোগ নম্বর (১৪) ইতপূর্বে গৃহীত প্রশিক্ষণ (যদি থাকে) (১৫) যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম এবং (১৬) ভবিষ্যৎ পরিকল্পনা/প্রশিক্ষণ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে।
নির্ধারিত আবেদন ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইটে পাওয়া যাবে অথবা স্ব-স্ব উপপরিচালক/কো-অর্ভিনেটর/ ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
দূরবর্তী স্থানে বসবাসরত বেকার যুবদের সবিধার্থে প্রশিক্ষণে ভর্তির তির আবেদনপত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার/ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়/যুব প্রশিক্ষণ কেন্দ্র/ জেলা কার্যালয়ে দাখিল করতে পারবে।
আবেদনপত্রের সাথে (ক) শিক্ষাগতে যোগ্যতা সনদপত্রের ছায়ালিপি (খ) জাতীয়তা পরিচয়পত্র (যেদি থাকে) অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংগে আনতে হবে।
দলিত (সুইপার, খষি, ডোম) যুবদের জন্য 8% কোটা এবং প্রতিবন্ধি, অটিস্টিক ও হিজড়াদের জন্য ৫% কোটা সংরক্ষণসহ কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে।
সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। এজন্য কোনো প্রকার টি,এ/ডি,এ দেয়া হবে না। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণার্থীগণকে মোবাইল নম্বর, আইডি ও ই-মেইল আইডি আবশ্যিকভাবে দিতে হবে।
প্রশিক্ষণের শর্তাবলী
০৫ নং ক্রমিকে বর্ণিত কোর্সটি আবাসিক ভাবে পরিচালিত হবে প্রশিক্ষণার্থীগণকে প্রচলিত নিয়মানুসারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
০৫ নং ক্রমিকে বর্ণিত আবাসিক প্রশিক্ষণে কোভিড-১৯ পরিস্থিতিতে ৬০ জনের স্থলে পুরুষ ছাত্রাবাসে সর্বোচ্চ ২০ জন এবং মহিলা ছাত্রাবাসে সর্বোচ্চ ১০ জন অবস্থান করতে পারবে। এক্ষেত্রে দূরবর্তী উপজেলা থেকে আগত প্রশিক্ষণার্থীগণ অগ্রাধিকার ভিত্তিতে আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এবং সদর ও নিকটবর্তী উপজেলার প্রশিক্ষণার্থীগণকে অনাবাসিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
- (গ) প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।
- (ঘ) প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
- (ড) প্রশিক্ষণ শেষে আত্মকর্ম/কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে।
- (চ) প্রশিক্ষণকালীন সকরার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে।
- (ছ) প্রশিক্ষণ চলাকালীন সময়ে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
তাত্ত্বিক ক্লাশগুলো অনলাইন/সশরীরে এবং ব্যবহারিক ক্লাশগুলো সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। জেলা কার্যালয় এবং উপজেলা কার্যালয়ে রাজস্বভুক্ত অনাবাসিক ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রাপ্য যাতায়াত ভাতা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হবে।
কেন্দ্র ফি জমা দানের পদ্ধতি কেমনে জানতে চাই?
আবেদন ফরম জমা দেয়ার সময় ফি দিতে হবে, কেন্দ্র অফিসে
আপনাদের মোবাইল নম্বর টা দিতে পারেন
আচ্ছা সাক্ষাতকার কোন সময় নিবে সেটা জানবো কিভাবে জানবো বিজ্ঞপ্তিতে শুধু তারিখ টাই পাচ্ছি
বরিশাল জেলা থেকে,,,ইয়ুথ কিচেন প্রশিক্ষণ টা নিতে চাচ্ছি
আমি কি আমার নিজ জেলা ব্যাতিত অন্য জেলায় প্রশিক্ষণ নিতে পারব।
ভাই এখন কি আবেদন করা যাবে
এখন কি আবেদন করা যাবে
এখন কি ভর্তি নিবে
আবেদন ফরম কোথায় জমা দিব?
আপনার নিকটস্থ জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে
ভর্তি ফরম কোথায় পাব ভাই?
ছবির উপরে দেখেন লিংক দেয়া আছে
আমার বয়স ৪০ + কিন্তু গবাদিপশু পালন ও চিকিৎসা প্রশিক্ষন নেওয়া একান্ত প্রয়োজন।
২৮ তারিখ থেকে তো শাটডাউন, আমরা ফরম কিভাবে জমা দিবো / কিভাবে ফরম জমা দেওয়া পরবর্তী সাক্ষাতকার করবো?
আর আমরা প্রশিক্ষণ কিভাবে গ্রহণ করবো?
সময় হয়ত বাড়াবে, নয়ত অফিস খোলা থাকতে পারে
যারা দূরের তারা কিভাবে ফরম জমা দিব?
সামনে হয়ত সময় বাড়াবে, যেহেতু লকডাউন চলছে
এখন তো লকডাউন চলছে
জি, সময় হয়ত বাড়াবে
ভাই আমি ফম পূরণ করে জমা দিতে পারি নাই। সময় কি বাড়ানে হয়েছে?
এখনো কোন নোটিশ পাওয়া যায় নি
ভাইয়া এখন কি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে?
জানালে উপকৃত হব।
না স্যার, আবার ডিসেম্বর মাসে শুরু হবে
আমি এখানে ভর্তি হতে চাই আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে।আমি গাজীপুরে থাকি০১৯১০৫১১১৩০.
যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করুন
আচ্ছা কোর্স শেষে কি টাকাও দিবে?? এক বড় ভাই বললো টাকা দিবে,, সঠিক তথ্য টা দিলে ভালো হতো,
গাজীপুর সদর থেকে বলছি, আমি আবেদন করতে চাচ্ছি,এখনো কি আবেদন করা যাবে?
সময় শেষ স্যার
আমার বাড়ি কুমিল্লার আড়াইওরা।আমি ২০২০ সালে এসএসসি পরীক্ষায় দিয়েছি।আমি আপনাদের প্রতিষ্ঠান এ ভর্তি হতে চাই।আমি কি কি করতে হবে স্যার??
ফরম পূরণ করে অফিসে জমা দেন, তারপর সাক্ষাতকার দিতে হবে
আবার কত দিন পরে সার্কুলার দিবে কেউ জানান প্লিজ
আবার আগামী বছর দিবে
আমার জেলা কুমিল্লা।
আমি কি ঢাকাতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে পারবো?
জি পারবেন
আবেদন জমা দেয়ার তারিখ বাড়িয়েছে কি? আমি বরিশাল থেকে আবেদন করতে চাচ্ছিলাম
বাড়ানোর কোন নোটিশ দেয়নি
আমি ঝালকাঠি থেকে।প্রতি বছর কি জুন মাসে ভর্তি শুর হয়?নাকি ডিসেম্বরেও শুরু হয়?আমি ভেটেনারি কোর্স করতে চাই।
জানুয়ারী ও জুন/জুলাই শুরু হয়
আমার বয়স ৪০ + কিন্তু গবাদিপশু পালন ও চিকিৎসা প্রশিক্ষন নেওয়া একান্ত প্রয়োজন।
আবেদন করে প্রশিক্ষণ নেন
আমার বয়স ৪০+ গবাদিপশু পালন ও চিকিৎসা প্রশিক্ষণ নিতে চাই। কিভাবে নিতে পারবো খুবই প্রয়োজন।
নতুন বিজ্ঞপ্তি বের হলে আবেদন করবেন
এখন কি এই প্রশিক্ষণ দেওয়ার সময় আছে জানা থাকলে একটু জানাবেন।
না স্যার, এখন আর সময় নেই
৯ নং কোর্স এর (গবাদি- পশু পালন, হাস-মুরগি পালন , মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা কৃষি বিষয়ক) জন্য কোন মাসিক ভাতা প্রদান করা হয় নাকি ?
জি মাসিক ভাতা পাবেন
গবাদিপশু পাখি এর কোর্স করার কি এখন কোন সুযোগ আছে.???
না স্যার, আবার বিজ্ঞপ্তি ছাড়লে পারবেন
৮ম শ্রেণি পাসকরা কেউ গবাদিপশু পালন প্রশিক্ষণ নিতে পারবে ??
জি পারবেন
আমি ৮ ম শ্রেণি পর্যন্ত পরেছি ২০১৫ সনে
আমার কোনো সার্টিফিকেট নেই এখন আমি কি গবাদিপশু পালন প্রশিক্ষণ নিতে পারবো ?
সার্টিফিকেট ছাড়া হবে না স্যার
২য় পদের জন্য –
প্রতিদিন ক্লাস কত সময় করে হবে এবং প্রতিদিন কি বাড়ি থেকে এসে ক্লাস করতে হবে (যেহেতো বাড়ি জেলা পরিষদ অনেক দূরে)আর কোর্স শেষে আমরা কি কোনো প্রতিষ্ঠানে কাজ পাবো
ভাই ২০২২ সালের জানুয়ারিতে কি কোনো সার্কুলার দিবে??
এটা তো ২০২১ সালের
না স্যার, আবার ২০২২ সালের জুন মাসে হবে
abedon form kothay joma debo, please?
আপনার নিকটস্থ যুব অফিসে
আমার জেলা তো ভোলা ভোলা থেকে কি যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি কোর্স করা যাবে কি ভাই অনলাইন এ কোন কোন কোর্সটি করা যাবে প্লিজ রিপ্লাই দিবেন
জি পারবেন ইয়থ কিচেন এ, অন্যান্য গুলোতে দেখেন আপনার জেলা আছে কিনা
ভাই আমি এইচএসসি পাশ করছি। কিন্তু সনদ পাই নি। এস এস সি এর সনদ দিয়ে কি 1 ও 2 নাম্বার ট্রেড এ আবেদন করা যাবে
না স্যার, সনদ ছাড়া হবে না
এক সাথে কি দুইটাতে করা যাবে? এবং এক জেলার লোক কি অন্য জেলাই আবেদন করতে পারবে?
একটা করাই ভাল
আমি চুয়াডাঙ্গাতে থাকি আপনাদের সাথে যোগাযোগের নাম্বারটা দেন
Contract এ দেখেন
আবেদন করা যাবে
স্যার,আমি পটুয়াখালী জেলা থেকে প্রশিক্ষণ নিতে চাই। এখন, পটুয়াখালী জেলায় তো গবাদিপশু প্রাথমিক চিকিৎসা সার্কুলার তো দেয় নাই।অন্য অন্য বিষয় সার্কুলার দিছে। এখন তো 2021 সাল। চলে 2022 সালে জানুয়ারী মাসে কি পটুয়াখালী জেলায় গবাদিপশু প্রাথমিক চিকিৎসা সার্কুলার দিবে।বা এই সার্কুলার কবে দিবে। অনুগ্রহপূর্বক বিষয়টি আমাকে জানাবেন
দিবে কিনা আগেই বলা যাচ্ছে না স্যার
আবেদন ফরম জমা দিতে হবে কিভাবে?
আপনাদের মোবাইল নম্বর টা দিতে পারেন
প্লিস আমাকে একটু ২৮ নভেম্বর বরিশাল জেলার সাক্ষাতকার কয়টার সময় দিতে হবে + সেদিন আবেদন ও জমা দিবো কয়টার সময় যেতে হবে বুজতেছি ন😢😢😢
আমার দেশের বাড়ি ভোলা আমি ফ্রিল্যান্সিং করতে চাই তো আমি কি অন্য জেলা দিয়ে করতে পারব যেহেতু আমার জেলায় কোটা নাই এবং কোনো প্রশিক্ষণ কেন্দ্র নাই
আবেদন ফরম ২৮ তারিখে রংপুরে জমা দেওয়া যাবে কি?
২৮ তারিখ আবেদন ফর্ম জমা দিতে চাচ্ছি + ২৮ তারিখ সাক্ষাতকার কোন সময় হবে সময়টা কিভাবে জানবো
সকাল ১০ টায় হবে
কাল থেকে কমেন্ট করে যাচ্ছি উওর পাচ্ছিনা😭😭😭বরিশাল জেলা
01878850756
যোগাযোগ করুন।
আমি কি আপার নিজ জেলা ব্যাতিত অন্য জেলায় প্রশিক্ষণ নিতে পারব।
আমি কি আমার নিজ জেলা ব্যাতিত অন্য জেলায় প্রশিক্ষণ নিতে পারব।
আমার যে যে সার্টিফিকেট আছে সব গুলাই কি দিতে হবে নাকি শুধু লাস্টেরটা দিলেই হবে। যেমন — এইচএসসি
হুম আামি জমা দিতে পারি নাই 😥😥
ভাই আমরা প্রকৃত বেকাররা আবেদন জমা দিলেই কি হবে, আমাদের সুযোগ দিবে না কারণ প্রশিক্ষণ দিয়ে আমরা যে সত্যিকার অর্থে কিছু করতে চাই। আর একটা অভিযোগ আমার যুব উন্নয়ন কর্মকর্তাদের উপর আপনারা আর কবে আপনাদের ফাকি দেওয়া বন্ধ করবেন।কেননা সামান্য একটা যুব উন্নয়ন প্রশিক্ষণের জন্য প্রার্থীরা রাজনৈতিক নেতার সুপারিশ নিয়ে আসে আর তাতেই আপনারা ভয়ে না সম্মানে তাদের সুপারিশ করা ছেলে-মেয়েদের সুযোগ দিয়ে দেন।আর এদিকে প্রকৃত বেকাররা সব জায়গায় অপমানিত হয়ে থাকে।কারণ টা হলো আমি নিজে আবেদন করে ছিলাম কিন্তু সেখানকার পরিবেশ দেখে মনে হলো আমার দের মতো বেকারদের সুযোগ হবে না।
আপনারা আমার পোস্ট দেখে নানা মন্তব্য করতে পারেন তাই আবার লিখলাম,আমি বি.কম করেছি, আমার বাবার রাস্তার সাথে কিছু জমি আছে,সেখানে মাটি দিব বন্যার পর, সেখানে আমি গরু-ছাগল পালন করতে চাই, এজন্য পশু পালন করতে চাই, আর এই কথা গুলোই আমাকে ভাইভাতে করে ছিলো।
আমি মেলান্দহ উপজেলার ,৯নং ওয়ার্ড়ের বাসিন্দা,মোবাইল নং ০১৯০৬-৯৭৪৪০০। আর এখন আমি কি করতে পারি, আমার তো প্রশিক্ষণ টা করা দরকার, প্লিস দয়া করে কারো কাছে কোন সমাধান থাকলে আমাকে জানাবেন।
আপনার নিকটস্থ যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করুন।
01878850756 প্রয়োজনে যোগাযোগ করুন।