বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-এর অধীন সংবিধিবন্ধ সংস্থা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রান্ট-এর জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির নিচের শুণ্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ ২০২৩
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
সংস্থা | মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট |
ওয়েবসাইট | bffwt.gov.bd |
খালি পদ | ১২টি |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক/ডিপ্লোমা |
আবেদনের শেষ তারিখ | ২৫ অক্টোবর, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
দেখে নিনঃ চলমান সকল চাকরির বিজ্ঞপ্তির তালিকা
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2023
- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
- আবেদনের শেষ তারিখঃ ২৫-১০-২০২৩ ইং
- আবেদনের ঠিকানাঃ সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (৫ম তলা), স্বাধীনতা ভবন, ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
আরো দেখতে পারেন-
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ১৫৫৪
- বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
Freedom Fighter Welfare Trust job circular 2023
০১। সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (৫ম তলা), স্বাধীনতা ভবন, ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর লিখিত আবেদনপত্র আগামী ২০-০৮-২০২২ তারিখে অফিস সময়ের মধ্যে পৌছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত ও হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না;
০২। আবেদনপত্রে ) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম, স্থায়ী ঠিকানা (৩) বর্তমান ঠিকানা (চ) তারিখে প্রার্থীর বয়স জাতীয়তা (জ) বীর মুক্তিযোদ্ধার সন্তান কি’না (ব) ধর্ম () শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পাসের সন, বিভাগ/গ্রেড উল্লেখসহ) (ট) অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) আবদনপত্রের সাথে পে-অর্ডারের মূল কপি সংযুক্ত করতে হবে;
০৩। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে
- ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের/সাময়িক সনদপত্রের ছায়ালিপি (প্রবেশপত্র/মার্কশিট গ্রহণযোগ্য নয়);
- খ) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
- গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ (মূলকপি);
- ঘ) জাতীয় পরিচয়পত্রের কপি;
০৪। আবেদনপত্রের খামের উপর পদের নাম উপ্লেখ করতে হবে এবং প্রার্থী যে ঠিকানায় পত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা নামসহ উল্লেখপূর্বক ১০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেট যুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে;
০৫। ক্রমিক নম্বর ১-৩ পর্যন্ত ৪০০/-(চারশত) টাকা, ৪-৮ পর্যন্ত ৩০০/-(তিনশত) টাকার পে-অর্ভার “বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট”-এর অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে;
০৬। আগামী ১১-০৪-২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে হতে হবে;
০৭। সরকারি/আধা-সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
০৮। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবদেন বাতিল বলে গণ্য হবে;
০৯। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাথীদেরকে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে;
১০ লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনো ভ্রমন বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না;
১১। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান অনুসরণ করা হবে;
১২ কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন;
১৩। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। কোনো ধরণের ব্যক্তিগত যোগাযোগ/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
স্যার আমি পারবো আবেদন করতে আনি এসএসসি পাশ আর বর্তমানে এইচএসসি দিছি ফল প্রকাশ হয় নি