আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে এবং ব্যাংকের আর্থিক সহযোগিতায় সঞ্চয় ও ঋণ কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংস্থার নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী জেলার জন্য নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরি | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন |
পদের সংখ্যা | ১১৩ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
বয়সসীমা | ৩৫-৪৫ বছর |
আবেদনের শেষ তারিখ | ০৫ মে, ২০২৪ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আসপাডা এনজিও নিয়োগ ২০২৪
আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন-বৃত্তান্তসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, শিক্ষাগত সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদপত্রের অনুলিপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (ল্যাব প্রিন্ট) ও কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র সহ (যদি থাকে) আগামী ০৫/০৫/২৪ খ্রিঃ তারিখের মধ্যে পরিচালক (মানব সম্পদ), আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, জি/২৩, আলিয়া মাদ্রাসা রোড, ভালুকা পৌরসভা, ময়মনসিংহ, বরাবর আবেদন ডাকযোগে/কুরিয়ার করতে বলা হলো। খামের উপর পদের নাম উল্লেখ করুন। উল্লেখ্য, অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
শর্তাবলীঃ শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরনের পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো নীতিমালা অনুযায়ী বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও স্বাস্থ্য সঞ্চয় প্রাপ্য হবেন।
এছাড়াও স্থায়ীকরনের সময় থেকে দৈনিক ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল বিল, জ্বালানী বিল, উৎসাহ ভাতা, নগর ভাতা, পারফরমেন্স বোনাস, শাখায় আবাসন সহ সংস্থার অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্য হবেন।
উপরোক্ত (ক্রেডিট অফিসার ব্যতিত) সকল পদের জন্য প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চাকুরীতে যোগদান কালে সকল পদে জন্য ১০,০০০/-টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে।