সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) জাতীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নমূলক সংস্থা। সাস, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত। সংস্থাটি পিকেএসএফ এর সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর দারিদ্র্য নিরসন ও টেকসই জীবনমান্নোয়নে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় ক্ষুদ্রঋণসহ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিন্মোক্ত পদে লোক নিয়োগ করা হবে।
সাস এনজিও নিয়োগ ২০২৪
জেলা | সকল জেলা |
চাকরি | এনজিও চাকরি |
প্রতিষ্ঠান | সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) |
পদের সংখ্যা | ৫৮ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
নিবন্ধনের তারিখ | ৮ ও ৯ মার্চ, ২০২৪ |
সাস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
উল্লেখ্য, ০১, ০৩, ০৪, ০৫, ০৭ ও ০৮ নং ক্রমিকের পদে প্রার্থীদের আগামী ০৮ মার্চ ২০২৪ তারিখ এবং ০২ ও ০৬ নং ক্রমিকের প্রার্থীদের আগামী ০৯ মার্চ ২০২৪ তারিখ আবেদনসহ (জীবন-বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ কপি) সি-২৫, জালেশ্বর, শিমুলতলা, সাভার, ঢাকা ঠিকানায় সকাল ৮:৩০টা থেকে ১১টার মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। নিবন্ধনের পর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোর্সঃ বাংলাদেশ প্রতিদিন (২৫-০২-২০২৪)