বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) তে “অফিস সহায়ক” (গ্রেড-২০) পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নির্দেশনাবলী বিকেজিইটি এর ওয়েবসাইট: www.bkget.org এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://bkget.teletalk.com.bd এ পাওয়া যাবে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) |
পদের সংখ্যা | ০২ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি |
আবেদনের শেষ তারিখ | ৩১ অক্টোবর, ২০২৩ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
বিকেজিইটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অনলাইন রেজিস্ট্রেশন ও ফী জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১০-১০-২০২৩ খ্রি: সকাল ১০:০০ ঘটিকা এবং অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ও সময়ঃ ৩১-১০-২০২৩ বিকাল ০৫:০০ ঘটিকা। কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ ইউজার আইডি প্রাপ্তির পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফী জমা দিতে পারবেন।
নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।