বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) তে “অফিস সহায়ক” (গ্রেড-২০) পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নির্দেশনাবলী বিকেজিইটি এর ওয়েবসাইট: www.bkget.org এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://bkget.teletalk.com.bd এ পাওয়া যাবে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানকৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি)
পদের সংখ্যা০২ জন
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি
আবেদনের শেষ তারিখ৩১ অক্টোবর, ২০২৩
আবেদনের মাধ্যমঅনলাইনে

বিকেজিইটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

অনলাইন রেজিস্ট্রেশন ও ফী জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১০-১০-২০২৩ খ্রি: সকাল ১০:০০ ঘটিকা এবং অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ও সময়ঃ ৩১-১০-২০২৩ বিকাল ০৫:০০ ঘটিকা। কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ ইউজার আইডি প্রাপ্তির পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফী জমা দিতে পারবেন।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment