২০টি পদে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) একটি জাতীয় পর্যায়ের বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলাসহ প্রত্যন্ত এনজিও ব্যুরো’র সনদপ্রাপ্ত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিয়োগ ও প্যানেল তৈরী করার লক্ষ্যে আগ্রহী, কর্মঠ, বুদ্ধিদীপ্ত ও অধূমপারীদের আবেদন আহবান করা হচ্ছে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এনজিও |
অফিসিয়াল সাইট | https://www.rds-bd.org |
খালি পদ | ০৫টি |
পদের সংখ্যা | ২০ জন |
বয়সসীমা | ১৮-৪৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ৩১ মার্চ, ২০২২ |
আবেদন করা যাবে | ডাকযোগে |
আরো পড়ুন- সকল এনজিও চাকরির খবর
আরডিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আগ্রহী প্রার্থীদের নিকট হতে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা ও ন্যাশনাল আইডি কার্ড, অভিজ্ঞতার সনদ, ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং স্বহস্তে লিখিত আবেদন আগামী ৩১/০৩/২০২২ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক বরাবর নিন ঠিকানায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র বাছাইকৃত প্রা্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকার রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস) শিরোনামে হিঃনং-৬২০১১০০০২০৬৯৬, সোনালী ব্যাংক, শেরপুর শাখার বরাবর জমা দিয়ে জমার স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
সূত্রঃ প্রথম আলো