ভূমি মন্ত্রণালয় ৪৫৩ পদে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয় এর অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে ০৩ (তিন) বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে (তিনটি পার্বত্য জেলা ব্যতীত) টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি চুক্তিভিত্তিক |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | ভূমি মন্ত্রণালয় |
ওয়েবসাইট | https://minland.gov.bd |
পদের সংখ্যা | ৪৫৩ জন |
বয়সের সীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৩ মার্চ, ২০২২ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নামঃ কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং (খ) সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়ােগ বিধিমালা এবং এর তফসিল-২ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতিমিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
সাকুল্য বেতনঃ গ্রেড- ১৩, টাকা ১৯,৩০০ টাকা ১৮,২০০ টাকা) ১৭,৬৫০ টাকা (স্থানভেদে)
শূন্যপদের সংখ্যাঃ ৪৫৩ জন
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর
মেয়াদ কালঃ ৩৬ মাস
আবেদনের নিয়ম
নিয়ােগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক কর্তৃক অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি ও করণীয় প্রকল্পের ওয়েবসাইট www.Imap.minland.gov.bd ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd এ ১৭/০২/২০২২ তারিখের পর হতে পাওয়া যাবে। ২৩/০২/২০২২ তারিখ হতে ২২/০৩/২০২২ তারিখ পর্যন্ত তিনটি পার্বত্য জেলা ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবে।
নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://Imap.teletalk.com.bd ওয়েবসাইট হতে অনলাইনে ২৩/০২/২০১২ তারিখ হতে আবেদন ফরম পূরণ করতে পারবে।
অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিতাহস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযােগে বা অন্য কোনভাবে প্রেরণ করা হলে তা গ্রহণযােগ্য হবে না বরং তা বাতিল বলে গণ্য হবে।
নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
Assalamu alaikum …
My name sarwar hossen
My father name Abdur Rahim
My mother name shajan akter
Home down anowara ctg..
Anowara Chittagong.