বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে নিম্নবর্ণিত বিভাগসমূহে ৪ (চার) বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং ২০২০-২০২১ শিক্ষাবর্ষে লেভেল-১ এ ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিভাগ অনুযায়ী আসন সংখ্যা, আবেদনের তারিখ, প্রবেশপত্র সংগ্রহের তারিখ, ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশের তারিখ এবং নিয়মাবলী নিচে দেয়া হল। অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ গুলা দেখতে পারেন
BUTEX ভর্তি বিজ্ঞপ্তি 2021
বিভাগ | আসন সংখ্যা |
(১) ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং | ৮০ |
(২) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং | ৮০ |
(৩) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং | ৮০ |
(৪) এপারেল ইঞ্জিনিয়ারিং | ৮০ |
(৫) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট | ৮০ |
(৬) টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন | ৪০ |
(৭) ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং | ৪০ |
(৮) টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স | ৪০ |
(৯) ডাইজ এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং | ৪০ |
(১০) এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৪০ |
সর্বমোট আসন সংখ্যা | ৬০০ |
আবেদন ফি ও তারিখসমূহ
আবেদনকারী ২০০ (দুইশত) টাকা ফি প্রদান করে আবেদন করতে পারবে এবং লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের ৮০০ (আটশত) টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- আবেদনের সময়সীমাঃ ৫ এপ্রিল- ৮ মে, ২০২১
- প্রবেশপত্র সংগ্রহের তারিখঃ ২৪ মে- ৬ জুন, ২০২১
- ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ১৮ জুন, ২০২১ (শুক্রবার- সকাল ৯.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত)
ফলাফল প্রকাশ
ভর্তি পরীক্ষার ফলাফল অত্র বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে (butex.edu.bd) প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২১
ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের ন্যুনতম যোগ্যতা
১। আবেদনকারীকে অবশ্যই জন্মগতভাবে বা নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশী হতে হবে।
২। আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর ফেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
৩। ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি. কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর ফ্রেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ সহ গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদা ভাবে
ন্যুনতম গ্রেড পয়েন্ট ৪.০০ সহ সর্বমোট কমপক্ষে ১৯.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে। |
৪ গণিত, পদার্থ, রসায়ন এবং ইংরেজি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট জিপি এর উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯,০০০ (নয় হাজার) জনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং একই সাথে SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের তারিখ ২৩/০৫/২১।
- আরো দেখুন- GST/গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২০-২০২১
পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর
গণিত- ৬০, পদার্থ- ৬০, রসায়ন- ৬০ এবং ইংরেজি- ২০; মোট ২০০ নম্বর ।
ভর্তি পরীক্ষা নিচের নিয়মাবলী অনুযায়ী অনুষ্ঠিত হবে
১। ভর্তি পরীক্ষা ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। কোন বিষয়ে এমসিকিউ টাইপপ্রশ্ন থাকবে না।
৩। প্রশ্ন বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে থাকবে।
৪। ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের প্রোহামেবল ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক সীম/ ডিভাইস যুক্ত ঘড়ি, কলম, মোবাইল বা অন্যান্য উপকরণ সংগে রাখা ও ব্যবহার করা যাবে না। তবে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৫ । কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
প্রার্থী নির্বাচন
ভর্তি পরীক্ষার প্রাপ্ত ন্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। লিখিত পরীক্ষায় ৪০% এর নীচে নন্বর প্রাপ্তদের (সব ধরনের কোটাসহ সকলের জন্য প্রযোজ্য) মেধা তালিকা প্রকাশ করা হবে না। তবে সবেচ্চি ৩০০০ জনের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি কমিটি বাস্তব প্রয়োজনে নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবে।
বিভাগ নির্বাচনঃ প্রার্থীর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে।
সংরক্ষিত আসনঃ মুক্তিযোদ্ধা কোটায় প্রতি বিভাগে মেধা ও পছন্দের ত্রম অনুযায়ী ১ জন করে সর্বমোট ১০ জন এবং উপজাতীয় কোটায় মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী ২টি আসন সংরক্ষিত থাকবে। সংরক্ষিত আসনের জন্য SMS এর মাধ্যমে আবেদন করার সময় নিজ নিজ কোটার অপশন উল্লেখ করতে হবে।
সংরক্ষিত আসনের জন্য ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে ভর্তির সময় অবশ্যই উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে উপজাতী মর্মে প্রত্যয়ণ পত্র এবং যুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সরকারী বিধি মোতাবেক প্রদত্ত মূল সার্টিফিকেট দেখাতে হবে এবং এর সত্যায়িত কপি দাখিল করতে হবে। সংরক্ষিত আসনের প্রা্থীদেরও ভর্তি পরীক্ষায় যথারীতি অংশগ্রহন করতে হবে এবং মেধা ভিত্তিক নির্বচন করা হবে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) ভর্তি বিজ্ঞপ্তি
বিশেষ নির্দেশাবলী
১। ভর্তি পরীক্ষার দিন রঙ্গিন প্রিন্ট করা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের মূল কপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষার সময় আবেদনকারীর এইচ.এস.সি বা সমমানের পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং আবেদন পত্রের সাথে ছবি মিলিয়ে পরীক্ষার্থীকে সনাক্ত করা হবে । কোন রকম অসামঞ্জস্যতা দেখা গেলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে।
২। ভর্তি সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য যেকোন টেলিটক নম্বর হতে ১২১ অথবা অন্য যেকোন অপারেটর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে রাত দিন ২৪ ঘণ্টা ফোন করে জানা যাবে।
৩। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য অফিস চলাকালীন ০১৫৫৪-৯২৬২২০ নম্বরে ফোন করে জানা যাবে।
৪। ভর্তি সংক্রান্ত যেকোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।